সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৮
General Awareness MCQ – Set 118
২৫৯১. সাংবাদিকতার জন্য প্রথম গৌরী লঙ্কেশ জাতীয় পুরস্কার কে পেয়েছেন ?
(A) অর্ণব গোস্বামী
(B) রাজদীপ সারদেসাই
(C) রাভিস কুমার
(D) বিনোদ দুয়া
২৫৯২. “The Sellout” বইটির জন্য মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার অর্জনকারী প্রথম আমেরিকান লেখক কে ?
(A) পল বেটি
(B) জেসি জ্যাকসন
(C) প্যাট রবার্টসন
(D) মাইক শার্পটন
২৫৯৩. “আধুনিক রসায়নের জনক” হিসাবে কাকে বিবেচনা করা হয় ?
(A) রবার্ট বয়েল
(B) জন ডালটন
(C) এন্টোনি ল্যাভয়েসিয়ার
(D) দিমিত্রি মেন্ডেলিভ
২৫৯৪. ইথিওপিয়ার রাজধানী কী ?
(A) লাইবারভিল
(B) আদ্দিস আবাবা
(C) এওনডে
(D) রাবাত
২৫৯৫. নিচের কোনটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ?
(A) দার্জিলিং হিমালয়ান রেলপথ
(B) কালকা সিমলা রেলপথ
(C) নীলগিরি পর্বত রেলপথ
(D) সবকটি
- দার্জিলিং হিমালয়ান রেলপথ- ১৯৯৯ সালে
- নীলগিরি পর্বতমালার রেলপথ – ২০০৫সালে
- কালকা সিমলা রেলপথ – ২০০৮ সালে
২৫৯৬. সিকিমের সরকারী ভাষা কী ?
(A) অসমিয়া
(B) নেপালি
(C) মণিপুরী
(D) ইংরেজি
২৫৯৭. কোন গুপ্ত রাজা “মহেন্দ্রাদিত্য” উপাধি অর্জন করেছিলেন ?
(A) সমুদ্রগুপ্ত
(B) প্রথম চন্দ্রগুপ্ত
(C) প্রথম কুমারগুপ্ত
(D) প্রথম স্কন্দগুপ্ত
২৫৯৮. পৃথিবীর গভীরতম নদী কোনটি ?
(A) অ্যামাজন
(B) কঙ্গো
(C) নীল নদ
(D) ভলগা
২৫৯৯. আলেকজান্ডার ফ্লেমিং ________ আবিষ্কার করার জন্য বিখ্যাত ।
(A) কোষ
(B) পেনিসিলিন্
(C) নিউক্লিয়াস
(D) DNA কাঠামো
১৯২৮ খ্রিস্টাব্দে তিনি পেনিসিলিন্ আবিষ্কার করেন । এর জন্য তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান ।
২৬০০. নিচের কাকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না ?
(A) রাজ্যপাল
(B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ
(C) হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ
(D) উপরাষ্ট্রপতি
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৭
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৬
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৫
To check our latest Posts - Click Here