সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৫
General Awareness MCQ – Set 115
২৫৬১. ‘Freedom From Fear’ বইটি লিখেছেন
(A) মার্গারেট অ্যাটউড
(B) উরসুলা কে লে গিন
(C) অং সান সু চি
(D) টনি মরিসন
২৫৬২. নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয় ?
(A) জ্যোতিষ
(B) অ্যানিমেশন
(C) আবহাওয়ার পূর্বাভাস
(D) ডিজানিং
২৫৬৩. লর্ড ডাফরিনে বড়লাট থাকাকালীন নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিলো ?
(A) ১৮৯৯-১৯০০ এর দুর্ভিক্ষ
(B) ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯০৪ কার্যকর করা
(C) ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন
(D) পাঞ্জাব ল্যান্ড এলিয়েনেশন অ্যাক্ট, ১৯০০
২৫৬৪. লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করে/ করেন ?
(A) রাজ্যসভা
(B) লোকসভার স্পিকার
(C) রাষ্ট্রপতি
(D) প্রধানমন্ত্রী
২৫৬৫. নীচের কোনটির কোনো একক নেই ?
(A) বেগ
(B) ঘনত্ব
(C) আপেক্ষিক গুরুত্ব
(D) স্ট্রেস
২৫৬৬. নিচের কোন রোগটি ব্যাকটিরিয়ার কারণে হয় ?
(A) যক্ষ্মা
(B) সাধারণ ঠান্ডা
(C) এইডস
(D) ডেঙ্গু জ্বর
যক্ষা রোগের জন্য দায়ী MTB (Mycobacterium Tuberculosis) ব্যাকটেরিয়া
২৫৬৭. যে পদার্থগুলির অসীম বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা থাকে তাদের ________ বলা হয় ।
(A) ইনসুলেটর
(B) কন্ডাকটর
(C) কন্ডেনসার
(D) রেজিস্টর
২৫৬৮. একটি জীবের সমস্ত জিনগত উপাদান সমন্বিত একটি DNA মলিকল ________ হিসাবে পরিচিত ।
(A) অ্যালীল
(B) জিন পুল
(C) ক্রোমোজোম
(D) মাইট্রোকন্ড্রিয়া
২৫৬৯. ফুসফুসগুলি ________ গহ্বরে অবস্থিত এবং এর চারপাশে __________ রয়েছে ।
(A) এবডোমেন, পেরিটোনিয়াম
(B) এবডোমেন, পেরিচন্ড্রিয়াম
(C) থোরাসিক, পেরিকার্ডিয়াম
(D) থোরাসিক, প্লুরাল ঝিল্লি
২৫৭০. ন্যাপথলিনের প্রধান উৎস ________।
(A) খনিজ আলকাতরা
(B) ডিজেল
(C) কাঠকয়লা
(D) কর্পূর
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৪
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৩
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১২
To check our latest Posts - Click Here