সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৪
General Awareness MCQ – Set 114
২৫৫১. বর্তমানে ভারতীয় সংবিধানে ________ টি তফসিল , ________ টি পার্ট এবং ________ টি আর্টিকেল রয়েছে ।
(A) ৮, ২২, ৩৯৫
(B) ১০, ১৮, ২৭৮
(C) ১২, ২৪, ৪৫০
(D) ১২, ২৫, ৪৪৮
বর্তমানে ভারতিয় সংবিধানে ১২ টি তসসিল,২৫ টি পার্ট এবং ৪৪৮ টি আর্টিকেল রয়েছে । সংবিধানে প্রথমে ৮ টি তফসিল, ২২টি পার্ট এবং ৩৯৫ টি আর্টিকেল ছিল ।
২৫৫২. টেরিলিন হল ইথিলিন গ্লাইকল এবং ________ এর পলিমার।
(A) টেরেফথ্যালিক অ্যাসিড
(B) এডিপিক অ্যাসিড
(C) বেনজয়িক অ্যাসিড
(D) স্যালিসাইক্লিক অ্যাসিড
২৫৫৩. শান্তিতে নোবেল পুরষ্কার প্রথম কে/ করা পালন ?
(A) উইলিয়াম রান্ডাল ক্রেমার
(B) বার্থা ভন স্যাটনার
(C) হেনরি ডুনান্ট এবং ফ্রেডেরিক প্যাসি
(D) লুইস রেনাউট এবং ক্লাস পন্টাস আর্নোল্ডসন
২৫৫৪. নিচের কোনটি আলাদা ?
(A) দেরাদুন
(B) বিশাখাপত্তনম
(C) আইজল
(D) শিলং
বিশাখাপত্তনম বাদে বাকি গুলি কোনো না কোনো রাজ্যের রাজধানী
২৫৫৫. কোনো তরঙ্গের _______ ধ্রুবক ।
(A) তরঙ্গদৈর্ঘ্য
(B) কম্পাঙ্ক
(C) বেগ
(D) কোনোটিই নয়
তরঙ্গ যখন একমাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তরঙ্গদৈর্ঘ্য ও গতিবেগ পরিবর্তিত থাকলেও কম্পাঙ্ক একই থাকে ।
২৫৫৬. ডল্লু কুনিথা কোন রাজ্যের একটি লোকনৃত্য ?
(A) বিহার
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) কেরালা
ডল্লু কুনিথা হলো কর্ণাটকের একটি লোকনৃত্য যেটি ড্রাম দিয়ে সম্পন্ন হয় । বীরেশ্বর দেবতার উদ্দেশ্যে এইনাচটি ১২-১৬ জন মিলে করে থাকে ।
২৫৫৭. সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন ?
(A) লর্ড হেস্টিংস
(B) কর্নওয়ালিস
(C) উইলিয়াম বেন্টিঙ্ক
(D) লর্ড ডালহৌসি
১৮২৯ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রেগুলেশন এক্ট XVII এর মাধ্যমে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন ।
২৫৫৮. বিশ্ব আলঝাইমার দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১২
(B) জুলাই ১৫
(C) সেপ্টেম্বর ২১
(D) আগস্ট ২১
২৫৫৯. ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা _______ এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
(A) লেওনটিফ ইনপুট-আউটপুট মডেল
(B) হ্যারোড-ডোমার মডেল
(C) মহলাননোবিস দ্বি-সেক্টরের মডেল
(D) মহলাননোবিস চার-সেক্টরের মডেল
২৫৬০. ভারতে দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে ?
(A) কেলকার কমিটি
(B) দেশাই কমিটি
(C) টেন্ডুলকার কমিটি
(D) লাকদওয়ালা কমিটি
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৩
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১১
To check our latest Posts - Click Here