সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৩
General Awareness MCQ – Set 113
২৫৪১. ফাইবার অপটিক্স কাজ করে কোন নীতির ওপরে ?
(A) প্রতিফলন
(B) প্রতিসরণ
(C) বিচ্ছুরণ
(D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
২৫৪২. সূর্য থেকে তাপ পৃথিবীতে ________ দ্বারা পৌঁছয় ।
(A) প্রতিফলন
(B) পরিবহন
(C) বিকিরণ
(D) পরিচলন
২৫৪৩. প্রোটিয়াম, ডইটিরিয়াম এবং ট্রিটিয়াম কী ?
(A) কার্বনের আইসোটোপ
(B) ইউরেনিয়াম এর আইসোটোপ
(C) হিলিয়াম এর আইসোটোপ
(D) হাইড্রোজেনের আইসোটোপ
২৫৪৪. ‘দাসবোধ’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A) নামদেব
(B) তুকারাম
(C) রামদাস
(D) কবির
২৫৪৫. কোন দ্রাঘিমারেখা ভারতের প্রমাণ সময় (Indian Standard Time)-কে নির্দেশ করে ?
(A) ৬৮°৭’ পূর্ব দ্রাঘিমা
(B) ৮০° পূর্ব দ্রাঘিমা
(C) ৮২.৫° পূর্ব দ্রাঘিমা
(D) ৯৭° ২৫’ পূর্ব দ্রাঘিমা
২৫৪৬. বর্গী(নিয়মিত) ও শিলাদার(অনিয়মিত) -এ দুটি ভাগ শিবাজী কোন ক্ষেত্রে চালু করেন ?
(A) অশ্বারোহী সেনার ক্ষেত্রে
(B) পদাতিক সৈন্যের ক্ষেত্রে
(C) রাজস্বের ক্ষেত্রে
(D) দপ্তর বন্টনের ক্ষেত্রে
২৫৪৭. পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন
(A) নানা ফড়নবীশ
(B) রঘুনাথ রাও
(C) বালাজী বিশ্বনাথ
(D) বালাজী বাজীরাও
২৫৪৮. ‘বাদশাহ-নামা’ গ্রন্থটি কে রচনা করেন ?
(A) শাহজাহান
(B) আমীর খসরু
(C) আব্দুল হামিদ লাহোরী
(D) ফৈজী
২৫৪৯. ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ?
(A) সুজা
(B) শাহজাহান
(C) যুঝর সিং
(D) দারাশিকো
২৫৫০. সফ্ট ড্রিঙ্কস -এ কোন গ্যাস মেশানো থাকে ?
(A) কার্বন-ডাই-অক্সাইড
(B) নাইট্রাস অক্সাইড
(C) নাইট্রোজেন
(D) অক্সিজেন
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১০
To check our latest Posts - Click Here