বিজ্ঞান MCQ – সেট ৫১ – জীবন বিজ্ঞান
Science MCQ – Set 51 – Biology
BanglaQuiz Question ID : 687
১. নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে “Blue Baby Syndrome” দেখা যায় ?
(A) সালফেট
(B) ক্লোরাইড
(C) কার্বনেট
(D) নাইট্র্রেট
BanglaQuiz Question ID : 694
২. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় –
(A) ডাটুরিন
(B) অ্যাট্রোপিন
(C) মরফিন
(D) নিকোটিন
BanglaQuiz Question ID : 695
৩. WHO এর তথ্য অনুযায়ী টিকার মাধ্যমে নিম্নোক্ত কোন ব্যাধিটি বিশ্বব্যাপী দূর করা সম্ভব হয়েছে ?
(A) হাম
(B) পোলিও
(C) গুটি বসন্ত
(D) মাম্পস্
BanglaQuiz Question ID : 696
৪. মানব দেহের বৃহত্তম জয়েন্ট কোনটি ?
(A) কনুই
(B) হিপ
(C) হাঁটু
(D) কাঁধ
BanglaQuiz Question ID : 708
৫. মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
(A) লিভার
(B) অন্ত্র
(C) অগ্ন্যাশয়
(D) স্কিন
BanglaQuiz Question ID : 725
৬. দাঁতের শক্ত এনামেলটি আসলে –
(A) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
(B) ক্যালসিয়াম ফসফেট
(C) ক্যালসিয়াম অক্সাইড
(D) সোডিয়াম হাইড্রক্সাইড
BanglaQuiz Question ID : 752
৭. মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?
(A) রেটিনা
(B) আইরিশ
(C) কর্ণিয়া
(D) লেন্স
BanglaQuiz Question ID : 789
৮. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ( state -symbol ) ?
(A) মেছো বিড়াল ( Fishing Cat )
(B) একশৃঙ্গ গন্ডার (One -horned Rhino )
(C) কাঠবিড়ালী ( Squirrel )
(D) চড়ুইপাখি ( House Sparrow )
BanglaQuiz Question ID : 795
৯. নিম্নের কোন ব্যাক্টেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী ?
(A) সালমোনেল্লা
(B) স্ট্যাফিলোকক্কাস
(C) স্ট্রেপটোকক্কাস
(D) ল্যাকটোব্যাসিলাস
BanglaQuiz Question ID : 802
১০. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি করে ?
(A) আলু
(B) মটরশুঁটি
(C) সূর্যমুখী
(D) জোয়ার
আরো দেখুন :
বিজ্ঞান MCQ – সেট ৫০ – রসায়ন
বিজ্ঞান MCQ – সেট ৪৯
বিজ্ঞান MCQ – সেট ৪৮ – জীবন বিজ্ঞান
To check our latest Posts - Click Here