সাধারণ জ্ঞান MCQ – সেট ১১২
General Awareness MCQ – Set 112
২৫৩১. মর্যাদাপূর্ণ গোল্ডেন পিকক পুরষ্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য ভূষিত করা হয় ?
(A) শিশু কল্যাণ ও মহিলা ক্ষমতায়ন
(B) কর্পোরেট গভর্নেন্স এবং সাস্টেইনেবিলিটি
(C) রাজনীতি ও নীতি নির্ধারণ
(D) পরিবেশ ও কৃষি উন্নয়ন
২৫৩২. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহে অগ্ন্যাশয় রসের অংশ নয় ?
(A) ট্রায়াপসিন
(B) অ্যামাইলেজ
(C) ইরিপসিন
(D) লাইপেজ
২৫৩৩. জিহ্বার পেছন দিক কোন ধরণের স্বাদ বুঝতে করতে পারে ?
(A) তিক্ত
(B) মিষ্টি
(C) নোনতা
(D) টক
২৫৩৪. নিচের কোন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি ?
(A) মাইক্রোওয়েভ
(B) গামা
(C) ইনফ্রারেড
(D) এক্স রশ্মি
Electromagnetic Wave | Wavelength(nm) |
মাইক্রোওয়েভ | 105-108 |
গামা | Less than 1 nm |
ইনফ্রারেড | 700 – 105 |
এক্স-রশ্মি | 1 – 10 |
২৫৩৫. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স -এর জনক কে ?
(A) ভিন্ট সার্ফ
(B) রে টমিলসন
(C) টিম বার্নাস লি
(D) জন ম্যাকার্থি
২৫৩৬. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেওলার্দো ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত ?
(A) গির জাতীয় উদ্যান
(B) ভরতপুর জাতীয় উদ্যান
(C) সুন্দরবন জাতীয় উদ্যান
(D) করবেট জাতীয় উদ্যান
২৫৩৭. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের (AIIB ) সদর দফতরটি কোথায় অবস্থিত ?
(A) নতুন দিল্লি
(B) বেইজিং
(C) জাকার্তা
(D) সিওল
২৫৩৮. জেনেটিক প্রকরণের অধ্যয়ন ________ হিসাবে পরিচিত।
(A) Autecology
(B) Synecology
(C) Genecology
(D) Pedology
২৫৩৯. টোডা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মনিপুর
(C) ঝাড়খন্ড
(D) তামিলনাড়ু
২৫৪০. ভারতীয় সংবিধানের মুখবন্ধ (Preamble ) মাত্র একবার সংশোধীত করা হয়েছিল ১৯৭৬ খ্রিস্টাব্দে । কততম সংবিধানের মাধ্যমে ?
(A) ৪৪তম
(B) ৪২তম
(C) ৭৬তম
(D) ৫৪তম
To check our latest Posts - Click Here