QuizQuiz

সর্দার বল্লভভাই প্যাটেল কুইজ । Sardar Patel Quiz

Quiz on Sardar Vallabhbhai Patel with Answers

বল্লভভাই প্যাটেল কুইজ

প্রিয় পাঠকেরা,আজ ৩১ সে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন এবং রাষ্ট্রীয় একতা দিবস .                       তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেওয়া রইল বল্লভভাই প্যাটেল কুইজ। আজকের এই বল্লভভাই প্যাটেল কুইজ সেটটিতে ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো ।দেখে নেওয়া যাক বল্লভভাই প্যাটেল কুইজ:

প্রশ্ন ও উত্তর

১. ভারতের লৌহমানব নামে কে পরিচিত ? সর্দার বল্লভভাই প্যাটেল
২. সর্দার বল্লভভাই প্যাটেল কবে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন ? ৩১শে অক্টোবর ১৮৭৫ খ্রিস্টাব্দে , নাদিয়াদে (তৎকালীন বোম্বে প্রেসিডেন্সিতে , বর্তমানে গুজরাতে )
৩. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ? সর্দার বল্লভভাই প্যাটেল
৪. স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ? সর্দার বল্লভভাই প্যাটেল
৫. কত বছর বয়সে সর্দার বল্লভভাই প্যাটেল মাধ্যমিক পাস্ করেন ? ২২ বছর
৬. সর্দার বল্লভভাই প্যাটেল-এর পিতামাতার নাম কি ছিল ? পিতা : জাভেরভাই প্যাটেল, মাতা : লাদ বাই
৭. সর্দার বল্লভভাই প্যাটেল – এর পত্নীর নাম কি ছিল ? ঝাভরবেন প্যাটেল
৮. সর্দার বল্লভভাই প্যাটেল – এর কটি সন্তান ছিল এবং তাদের নাম কি কি ? ২ টি , মানিবেন প্যাটেল এবং দয়াভাই প্যাটেল
৯. পৃথিবীর উচ্চতম স্ট্যাচু কোনটি ? স্ট্যাচু অফ উনিটি ( Statue of Unity )
১০. স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি ? সদর বল্লভভাই প্যাটেল

[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল

১১. স্ট্যাচু অফ ইউনিটি – এর উচ্চতা কত ? প্রায় ১৮২ মিটার ( ৫৯৭ ফুট )
১২. স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত ? সর্দার সরোবর বাঁধের কাছে , কেভাদিয়া কলোনিতে , গুজরাট রাজ্যে
১৩. স্ট্যাচু অফ ইউনিটি – এর প্রধান স্থপতিকার কে ? রাম ভি সুতার
১৪. কোনটিতে স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধিত হয়েছিল ? ৩১শে অক্টোবর, ২০১৮ – সর্দার প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে
১৫. রাষ্ট্রীয় একতা দিবস কার জন্মদিনে, কবে পালন করা হয় ? সর্দার বল্লভভাই প্যাটেল – এর জন্মদিনে , প্রতিবছর ৩১শে অক্টোবর
১৬. ভারতের লৌহবামনের কটি ভাই / বোন ছিল ? ৫ টি
১৭. রাষ্ট্রীয় একতা দিবস কোন বছর থেকে পালন করা হয় ? ২০১৪
১৮. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ? সর্দার বল্লভভাই প্যাটেলকে
১৯. ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস – কাকে বলা হয় ? সর্দার বল্লভভাই প্যাটেলকে



২০. বল্লভভাই প্যাটেলকে “সর্দার” উপাধি কে/করা দেন ? বরদৌলির মহিলারা ( মতান্তরে মহাত্মা গান্ধী )

[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৯২ –  জওহরলাল নেহেরু স্পেশাল ] 

২১. ১৯২৮ সালের বরদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন  সর্দার বল্লভভাই প্যাটেল
২২. প্রথম কেন্দ্রীয় মন্ত্রী যিনি কর্মরত অবস্থায় মারা যান  সর্দার বল্লভভাই প্যাটেল
২৩. সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে ? আহমেদাবাদ
২৪. সর্দার বল্লভভাই প্যাটেল কবে কোথায় মারা যান ? ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ই ডিসেম্বর , বোম্বে তে
২৫. সর্দার বল্লভভাই প্যাটেল ভারত রত্ন পান কোন বছর ? ১৯৯১ খ্রিস্টাব্দে
২৬. সর্দার বল্লভভাই প্যাটেল – এর বায়োপিক কত সালে প্রকাশ পায় এবং সর্দার প্যাটেল এর ভূমিকায় কে অভিনয় করেন ? ১৯৯৩ খ্রিস্টাব্দে, ডিরেক্টর – কেতন মেহেতা , সর্দার প্যাটেল এর ভূমিকায় অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল
২৭. সর্দার বল্লভভাই প্যাটেল কত বছর বয়সে বিবাহ করেন ? ১৬ বছর বয়সে
২৮. পেশাতে তিনি কি ছিলেন ? ব্যারিস্টার
২৯. সর্দার বল্লভভাই প্যাটেল কোন খেলায় পারদর্শী ছিলেন ? ব্রিজ
৩০. ১৯৪৬ খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশনে ১৬টির মধ্যে ১৩টা সিটে জয়ী হওয়া স্বত্বেও কার অনুরোধে তিনি জওহরলাল নেহেরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন ?  মহাত্মা গান্ধী

আরো দেখে নাও :

রাষ্ট্রীয় একতা দিবস – ৩১শে অক্টোবর । National Unity Day

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

গান্ধী কুইজ – গান্ধীজি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল

কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button