Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১১০

General Awareness MCQ – Set 110

২৫১১. ভারী জল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি  সঠিক নয় ?

(A) এটিকে ডউটিরিয়াম অক্সাইডও বলা হয়
(B) এটি কোনও তেজস্ক্রিয় পদার্থ নয়
(C) এটি নিউট্রনগুলির মডারেটর হিসাবে ব্যবহৃত হতে পারে
(D) এটি পান করা সম্পূর্ণ নিরাপদ

উত্তর :
(D) এটি পান করা সম্পূর্ণ নিরাপদ

২৫১২. গভর্নর-জেনারেল ক্যানিং সিদ্ধান্ত নিয়েছিলেন যে ______ হলেন সর্বশেষ মোগল রাজা এবং তাঁর মৃত্যুর পরে তাঁর বংশধরদের কেউই রাজা হিসাবে স্বীকৃতি পাবেন না।

(A) ঔরঙ্গজেব
(B) বাহাদুর শাহ জাফর
(C) জাহানদার শাহ
(D) শাহজাহান

উত্তর :
(B) বাহাদুর শাহ জাফর

২৫১৩. ভারতের সংবিধানের ২য় তফসিলের পার্ট 2E তে নিচের কার বেতন / ভাতার  উল্লেখ আছে ?

(A) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব  (Chief Secretary of the Prime Minister Office )
(B) কেন্দ্রীয়  সরকারের মন্ত্রিপরিষদের সচিব  (Cabinet Secretary of the Union Government )
(C) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (Personal Secretary to the Prime Minister )
(D) নিয়ন্ত্রক ও নিরীক্ষক-জেনারেল (Comptroller and Auditor-General )

উত্তর :
(D) নিয়ন্ত্রক ও নিরীক্ষক-জেনারেল (Comptroller and Auditor-General )

২৫১৪. নিচের কোন সফ্টওয়্যার কম্পিউটারে MP4 ফাইল চালানোর জন্য ব্যবহৃত হয় ?

(A) অ্যাডোব অ্যাক্রোব্যাট
(B) এম এস-ওয়ার্ড
(C)  এম এস-অফিস
(D) উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 

উত্তর :
(D) উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 

২৫১৫. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সব থেকে কম সময় ছিলেন ?

(A) ফখরুদ্দিন আলী আহমেদ
(B) শ্রী নীলম সঞ্জীব রেড্ডি
(C) গিয়ানী জাইল সিং
(D) জাকির হোসেন

উত্তর :
(D) জাকির হোসেন

২৫১৬. ভিটামিন D3 – এর রাসায়নিক নাম কি ?

(A) সায়ানোকোবালামিন
(B) ফাইটোনাদিওন
(C)  এরগোো-ক্যালসিফেরল
(D) কোলে-ক্যালসিফেরল

উত্তর :
(D) কোলে-ক্যালসিফেরল

২৫১৭. আমাদের সৌরজগতে প্রাকৃতিক উপগ্রহ প্রসঙ্গে নীচের কোনটি বিবৃতি সঠিক নয় ?

(A) কিছু প্রাকৃতিক উপগ্রহে মহাসাগর লুকিয়ে রয়েছে
(B) বুধের কোনও প্রাকৃতিক উপগ্রহ নেই
(C) কেবল গ্রহের প্রাকৃতিক উপগ্রহ রয়েছে
(D) শুক্রের কোনও প্রাকৃতিক উপগ্রহ নেই

উত্তর :
(C) কেবল গ্রহের প্রাকৃতিক উপগ্রহ রয়েছে



২৫১৮. নীচের কোনটি তামার আকরিক নয় ?

(A) আজুরাইট
(B) বর্নাইট
(C) কিউপ্রাইট
(D) আর্জেনটাইট 

উত্তর :
(D) আর্জেনটাইট 

২৫১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিন B12 এর সমৃদ্ধ উৎস নয় ?

(A) মাছ
(B) ডিম
(C) মাংস
(D) সূর্যালোক

উত্তর :
(D) সূর্যালোক

২৫২০. মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে

(A) সালফিউরিক অ্যাসিড
(B) বোরিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

উত্তর :
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৮

সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৭

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button