সাধারণ জ্ঞান MCQ – সেট ১১০
General Awareness MCQ – Set 110
২৫১১. ভারী জল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় ?
(A) এটিকে ডউটিরিয়াম অক্সাইডও বলা হয়
(B) এটি কোনও তেজস্ক্রিয় পদার্থ নয়
(C) এটি নিউট্রনগুলির মডারেটর হিসাবে ব্যবহৃত হতে পারে
(D) এটি পান করা সম্পূর্ণ নিরাপদ
২৫১২. গভর্নর-জেনারেল ক্যানিং সিদ্ধান্ত নিয়েছিলেন যে ______ হলেন সর্বশেষ মোগল রাজা এবং তাঁর মৃত্যুর পরে তাঁর বংশধরদের কেউই রাজা হিসাবে স্বীকৃতি পাবেন না।
(A) ঔরঙ্গজেব
(B) বাহাদুর শাহ জাফর
(C) জাহানদার শাহ
(D) শাহজাহান
২৫১৩. ভারতের সংবিধানের ২য় তফসিলের পার্ট 2E তে নিচের কার বেতন / ভাতার উল্লেখ আছে ?
(A) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব (Chief Secretary of the Prime Minister Office )
(B) কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদের সচিব (Cabinet Secretary of the Union Government )
(C) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (Personal Secretary to the Prime Minister )
(D) নিয়ন্ত্রক ও নিরীক্ষক-জেনারেল (Comptroller and Auditor-General )
২৫১৪. নিচের কোন সফ্টওয়্যার কম্পিউটারে MP4 ফাইল চালানোর জন্য ব্যবহৃত হয় ?
(A) অ্যাডোব অ্যাক্রোব্যাট
(B) এম এস-ওয়ার্ড
(C) এম এস-অফিস
(D) উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
২৫১৫. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সব থেকে কম সময় ছিলেন ?
(A) ফখরুদ্দিন আলী আহমেদ
(B) শ্রী নীলম সঞ্জীব রেড্ডি
(C) গিয়ানী জাইল সিং
(D) জাকির হোসেন
২৫১৬. ভিটামিন D3 – এর রাসায়নিক নাম কি ?
(A) সায়ানোকোবালামিন
(B) ফাইটোনাদিওন
(C) এরগোো-ক্যালসিফেরল
(D) কোলে-ক্যালসিফেরল
২৫১৭. আমাদের সৌরজগতে প্রাকৃতিক উপগ্রহ প্রসঙ্গে নীচের কোনটি বিবৃতি সঠিক নয় ?
(A) কিছু প্রাকৃতিক উপগ্রহে মহাসাগর লুকিয়ে রয়েছে
(B) বুধের কোনও প্রাকৃতিক উপগ্রহ নেই
(C) কেবল গ্রহের প্রাকৃতিক উপগ্রহ রয়েছে
(D) শুক্রের কোনও প্রাকৃতিক উপগ্রহ নেই
২৫১৮. নীচের কোনটি তামার আকরিক নয় ?
(A) আজুরাইট
(B) বর্নাইট
(C) কিউপ্রাইট
(D) আর্জেনটাইট
২৫১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিন B12 এর সমৃদ্ধ উৎস নয় ?
(A) মাছ
(B) ডিম
(C) মাংস
(D) সূর্যালোক
২৫২০. মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে
(A) সালফিউরিক অ্যাসিড
(B) বোরিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৮
সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৭
To check our latest Posts - Click Here