ভূগোল MCQ – সেট ৪১
Geography MCQ – Set 41
২৫০১. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো
(A) ধূপগড়
(B) অমরকণ্টক
(C) কালসুৱাই
(D) কোনটিই নয়
২৫০২. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা বলে
(A) অষ্টমুদি
(B) নাদ
(C) কয়াল
(D) চিল্কা
২৫০৩. মালনাদ কথাটির অর্থ
(A) সমভূমির দেশ
(B) মালভূমির দেশ
(C) পাহাড়ি দেশ
(D) বালুকাময় দেশ
২৫০৪. “প্রাচ্যের নন্দনকানন” বলা হয়
(A) কাশ্মীর উপত্যকাকে
(B) দেরাদুন উপত্যকাকে
(C) কাংড়া উপত্যকাকে
(D) কুলু উপত্যকাকে
২৫০৫. নিচের কোনটি ঠিক নয় ?
(A) কটক – মহানদী
(B) দিল্লি – যমুনা
(C) হরিদ্বার – গঙ্গা
(D) আগ্রা – গঙ্গা
২৫০৬. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে ?
(A) কাবেরী
(B) নর্মদা
(C) সবরমতি
(D) তাপ্তী
২৫০৭. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো
(A) হুড্রু
(B) শিবসমুদ্রম
(C) ধুঁয়াধার
(D) যোগ
২৫০৮. মরু অঞ্চলের মাটির অপর নাম
(A) রে
(B) সিরোজেম
(C) বেট
(D) পডসল
২৫০৯. ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে
(A) দেরাদুনে
(B) দিল্লিতে
(C) কটকে
(D) ব্যারাকপুর
২৫১০. চারনোজেম মাটির অপর নাম
(A) লোহিত মৃত্তিকা
(B) ল্যাটেরাইট মৃত্তিকা
(C) কৃষ্ণমৃত্তিকা
(D) পলল মৃত্তিকা
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪০
ভূগোল MCQ – সেট ৩৯
ভূগোল MCQ – সেট ৩৮
To check our latest Posts - Click Here