ইতিহাস MCQ – সেট ৫৮ – প্রাচীন ভারত
History MCQ – Set 58 – Ancient History
২৪৯১. কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল ?
(A) ১৯২১
(B) ১৯২৩
(C) ১৯৭৪
(D) ১৯৮৪
২৪৯২. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন ?
(A) দয়ারাম সাহানি
(B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(C) জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ
(D) স্যার জন মার্শাল
২৪৯৩. মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
(A) সিন্ধু নদী
(B) জোব নদী
(C) বোলান নদী
(D) ইরাবতী
২৪৯৪. কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয় ?
(A) লোথাল
(B) ধোলাভিরা
(C) প্রভাস পাঠান
(D) রোপার
২৪৯৫. চানহুদরো প্রত্নক্ষেত্রটির আবিস্কারক হলেন
(A) বি কে থাপার
(B) অতুল সুর
(C) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(D) ননীগোপাল মজুমদার
২৪৯৬. জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল ?
(A) মৎস
(B) বৎস
(C) মগধ
(D) মল্ল
২৪৯৭. কোন রাজা আলেক্সজেন্ডারের সাথে যুদ্ধে প্রাণ ত্যাগ করেন ?
(A) পুরু
(B) অম্ভি
(C) অষ্টক
(D) শশীগুপ্ত
২৪৯৮. “মালবিকাগ্নিমিত্রম” গ্রন্থের নায়ক হলেন
(A) পুষ্যমিত্র শুঙ্গ
(B) অগ্নিমিত্র শুঙ্গ
(C) বসুমিত্র শুঙ্গ
(D) দেবভূতি
২৪৯৯. মিহিরকুলের রাজধানী কোথায় ছিল ?
(A) বাদামিনগর
(B) কল্যাণ
(C) প্রতিষ্ঠান বা পৈঠান
(D) শিয়ালকোট বা সাকল
২৫০০. কে মিহিরকুলকে “ভারতের প্রভু” বলেছিলেন ?
(A) ইৎ সিং
(B) কসমাস
(C) ফা-হিয়েন
(D) সুং উন
কসমাস মিহিরকুল সম্পর্কে বলেছিলেন – “He is the lord of India, and oppressing the people forces them to pay tribute.”
আরো দেখুন :
ইতিহাস MCQ – সেট ৫৭ – প্রাচীন ভারত
ইতিহাস MCQ – সেট ৫৬ – আধুনিক ভারত
ইতিহাস MCQ – সেট ৫৫ – মধ্য যুগ
To check our latest Posts - Click Here