বিজ্ঞান MCQ – সেট ৪৯
Science MCQ – Set 49
BanglaQuiz Question ID : 792
১. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমানে ব্যবহৃত হয় ?
(A) সোডিয়াম বাই কার্বনেট
(B) বেনজোয়িক অ্যাসিড
(C) অ্যাসিটিক অ্যাসিড
(D) টারটারিক অ্যাসিড
BanglaQuiz Question ID : 822
২. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় –
(A) টেলি মেডিসিন
(B) ডিজিট মেডিসিন
(C) ই-মেডিসিন
(D) ডট মেডিসিন
BanglaQuiz Question ID : 847
৩. নেইল পালিশ রিমুভারে কি থাকে ?
(A) সাইট্রিক এসিড ( Citric Acid )
(B) বেঞ্জিন ( Benzene )
(C) এসিটোন ( Acetone )
(D) ইথিলিন ( Ethylene )
BanglaQuiz Question ID : 848
৪. আকাশ ও সমুদ্র কতটা নীল সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
(A) Bathymeter
(B) Barometer
(C) Ceraunograph
(D) Cyanometer
BanglaQuiz Question ID : 851
৫. Decane – এ কতগুলি হইড্রোজেন পরমাণু রয়েছে ?
(A) 20
(B) 10
(C) 22
(D) 33
Decane ফর্মুলা – C10H22
BanglaQuiz Question ID : 853
৬. NaHCO3 কিসের রাসায়নিক সংকেত ?
(A) ভিনিগার
(B) বোরাক্স
(C) বেকিং সোডা
(D) লাইম
BanglaQuiz Question ID : 862
৭. 3D – Printer কে আবিষ্কার করেন ?
(A) নিক হোলোয়ানক
(B) এলিস হাওয়ে
(C) ক্রিস্টিয়ান হুগয়েন্স
(D) চক হল
BanglaQuiz Question ID : 870
৮. অক্সিজেনের পরে পৃথিবীতে কোন মৌলটি সবথেকে বেশি পরিমানে পাওয়া যায় ?
(A) সিলিকন
(B) কার্বন
(C) সোডিয়াম
(D) অ্যালুমিনিয়াম
BanglaQuiz Question ID : 871
৯. প্লাস্টার অফ প্যারিস আসলে হল –
(A) ক্যালসিয়াম সালফেট
(B) ক্যালসিয়াম কার্বনেট
(C) ক্যালসিয়াম অক্সাইড
(D) ক্যালসিয়াম অক্সালেট
প্লাস্টার অফ প্যারিস আসলে হল ক্যালসিয়াম সালফেট ( CaSO4 , 1/2 H2O)
BanglaQuiz Question ID : 872
১০. ব্রোঞ্জ তামা ( Copper ) এবং _____ – এর সংকর ধাতু ।
(A) টিন
(B) জিংক
(C) রুপা ( Silver )
(D) নিকেল
আরো দেখুন :
বিজ্ঞান MCQ – সেট ৪৮ – জীবন বিজ্ঞান
বিজ্ঞান MCQ – সেট ৪৭
বিজ্ঞান MCQ – সেট ৪৬
To check our latest Posts - Click Here