সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৮
General Awareness MCQ – Set 108
২৪৫১. সোডিয়াম বাইকার্বোনেট ________ নামেও পরিচিত ।
(A) কাপড় কাচার সোডা
(B) বেকিং সোডা
(C) গ্লবারের নুন
(D) চুন
২৪৫২. ট্রান্সফর্মারের কোরটি ল্যামিনেট করা হয়
(A) মরিচা প্রতিরোধ করার জন্য
(B) ওজন কমানোর জন্য
(C) কার্যক্ষমতা বাড়ানোর জন্য
(D) প্রাইমারি কয়েল -এ ভোল্টেজ বাড়ানোর জন্য
এডি কারেন্ট ( Eddy Current ) কমিয়ে ট্রান্সফর্মারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়
২৪৫৩. কোরান্ডাম কার আকরিক ?
(A) ক্যাডমিয়াম
(B) তামা
(C) লোহা
(D) অ্যালুমিনিয়াম
২৪৫৪. ‘ভারতরত্ন’ পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা কে ?
(A) মাদার টেরেসা
(B) সরোজিনী নাইডু
(C) ইন্দিরা গান্ধী
(D) বিজয়লক্ষ্মী পন্ডিত
২৪৫৫. নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্য সময় মাপা যায় ?
(A) থার্মোমিটার
(B) ক্রনোমিটার
(C) হাইগ্রোমিটার
(D) অ্যানিমোমিটার
Check – সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৭
২৪৫৬. ইউরোপের দীর্ঘতম নদীটির নাম
(A) দানিয়ুব
(B) ভল্গা
(C) টেসম
(D) রাইন
২৪৫৭. ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠনের দাবিগুলি অধ্যয়ন করার জন্য, ১৯৪৮ সালে ভারত সরকার (GoI ) একটি কমিটি গঠন করেছিল। কমিটির নেতৃত্বে ছিলেন
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) জওহরলাল নেহরু
(C) পট্টভি সীতারামাইয়া
(D) এস.কে. ধর
২৪৫৮. নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব হিসাবে তালিকাভুক্ত নয় ?
(A) ট্র্যাফিক নিয়ম মান্য করা
(B) প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি করা
(C) সরকারি সম্পত্তি রক্ষা করা
(D) বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ
২৪৫৯. নিম্নলিখিত কোন আগাছা সাধারণত ‘গাজর ঘাস’ বা ‘কংগ্রেস ঘাস’ নামে পরিচিত ?
(A) সাইপ্রাস
(B) ল্যান্টানা
(C) পার্থেনিয়াম
(D) জ্যান্থিয়াম
২৪৬০. পৃথিবীর আনুমানিক গড় ঘনত্ব হলো প্রায় _____ গ্রাম / ঘন সেমি ।
(A) ৫.৫১
(B) ৭.৯১
(C) ৩.৩১
(D) ৭.৭১
To check our latest Posts - Click Here
darun