সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৭
General Awareness MCQ – Set 107
২৪৪১. কার্বন 14 তে কোন ধরণের বিকীরণ প্রত্যাশিত?
(A) আলফা
(B) বিটা
(C) গামা
(D) সবকটিই
২৪৪২. সংকোচনশীলতা __________ এর পরিপূরক।
(A) স্থিতিস্থাপকতার শিয়ার মডুলাস
(B) স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস
(C) স্থিতিস্থাপকতার রিজিডিটি মডুলাস
(D) স্থিতিস্থাপকতার ইয়ং-এর মডুলাস
২৪৪৩. ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) এর উদ্দেশ্য হল-
(A) প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন
(B) স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা
(C) টিকাদান
(D) সবগুলি
২৪৪৪. কোবাল্ট হল ___________ ধাতুর একটি উদাহরণ।
(A) ফেরোম্যাগ্নেটিক
(B) প্যারাম্যাগ্নেটিক
(C) নন-ম্যাগ্নেটিক
(D) ডায়াম্যাগ্নেটিক
২৪৪৫. রাতের অবতরণের জন্য, বিমানের রানওয়েতে কোন কোন রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা থাকে ?
(A) হলুদ
(B) লাল
(C) সবুজ
(D) সাদা
২৪৪৬. নাইট্রোজেন পরমাণুর 0.5 মোলের ভর কত?
(A) 21 g
(B) 70 g
(C) 14 g
(D) 7 g
২৪৪৭. “টেস্ট বাড ( Taste Bud )” কোথায় থাকে ?
(A) চোয়াল
(B) জিহ্বা
(C) একুয়াস চেম্বার
(D) ভিট্রিয়াস চেম্বার
Check – General Awareness MCQ -Set 106
২৪৪৮. নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে?
(A) পাকিস্তান
(B) চীন
(C) বাংলাদেশ
(D) নেপাল
২৪৪৯. ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয় ?
(A) সাইট্রিক অ্যাসিড
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) সোডিয়াম বেঞ্জয়েট
(D) ভিনিগার
Sodium Benzoate (NaC₇H₅O₂)
২৪৫০. নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায় ?
(A) গ্রুপ ১
(B) গ্রুপ ২
(C) গ্রুপ ১৭
(D) গ্রুপ ১৮
To check our latest Posts - Click Here
2446এর উওর 14 হবে ।
kindly check korun…
ঠিক আছে উত্তর । নাইট্রোজেন অনুর বললে 14 হতো, কিন্তু প্রশ্নে নাইট্রোজেন পরমাণু বলা রয়েছে ।