ইতিহাস MCQ – সেট ৫১ – প্রাচীন ভারত
History MCQ – Set 51 – Ancient India
BanglaQuiz Question ID : 399
১. লক্ষন সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন ?
(A) শৈব
(B) বৈষ্ণব
(C) জৈন
(D) বৌদ্ধ
BanglaQuiz Question ID : 590
২. হর্ষবর্ধন তাঁর রাজধানী ______ থেকে ________ -এ স্থানান্তরিত করেছিলেন |
(A) দিল্লী, দেওগিরি
(B) কম্বোজ, কনৌজ
(C) বল্লভী, দিল্লী
(D) থানেশ্বর, কনৌজ
BanglaQuiz Question ID : 699
৩. কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় ?
(A) মৌর্য
(B) কুষান
(C) সাতবাহন
(D) গুপ্ত
Check – ইতিহাস সেট – ৫০
BanglaQuiz Question ID : 755
৪. বোঘাজকৈ যেকারণে গুরুত্বপূর্ণ –
(A) এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে
(B) এটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল
(C) বেদের মূল লেখা এখানে রচনা করা হয়েছিল
(D) ওপরের মধ্যে কোনোটিই নয়
BanglaQuiz Question ID : 756
৫. নীচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে ?
(A) রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর
(B) বৈশালী, কাশ্মীর, পাটলিপুত্র, রাজগৃহ
(C) কাশ্মীর, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ
(D) পাটলিপুত্র, বৈশালী, কাশ্মীর, রাজগৃহ
BanglaQuiz Question ID : 784
৬. অজন্তা গুহাচিত্র কোন সময়কার ?
(A) মৌর্য বংশ
(B) রাষ্ট্রকূট বংশ
(C) গুপ্ত বংশ
(D) পাল বংশ
BanglaQuiz Question ID : 786
৭. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ?
(A) মহারাষ্ট্র
(B) বিহার
(C) মধ্যপ্রদেশ
(D) দিল্লী
BanglaQuiz Question ID : 805
৮. ভারতের নেপোলিয়ান কাকে বলা হত ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) স্কন্দগুপ্ত
(C) সমুদ্রগুপ্ত
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
BanglaQuiz Question ID : 828
৯. পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাগজ্যোতিষ্পুর নামে পরিচিত ছিল ?
(A) এলাহাবাদ
(B) গুয়াহাটি
(C) পাটনা
(D) দিল্লী
BanglaQuiz Question ID : 959
১০. কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন ?
(A) হর্ষবর্ধন
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(D) সমুদ্রগুপ্ত
To check our latest Posts - Click Here