সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৫
General Awareness MCQ – Set 105
২৪২১. ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) B.R. আম্বেডকর
(B) সর্দার বলদেব সিং
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
২৪২২. কবে ‘বিশ্ব বণ্যপ্রাণী দিবস’ অনুষ্ঠিত হয়?
(A) 10 মার্চ
(B) 5 মার্চ
(C) 3 মার্চ
(D) 17 মার্চ
২৪২৩. যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিসৃত হয়, তখন একটি __________ গঠিত হয়।
(A) বর্নালী
(B) রামধনু
(C) রঙ্গিন বিম্ব
(D) রঙের বিস্তার
২৪২৪. Fe + CuSO4 → FeSO4 + Cu
উপরিউক্ত প্রতিক্রিয়া একটি ____________ এর উদাহরণ
(A) Displacement reaction
(B) Decomposition reaction
(C) Combination reaction
(D) Double displacement reaction
২৪২৫. নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালী রাজ যুক্ত?
(A) বাস্কেটবল
(B) ক্রিকেট
(C) গলফ
(D) ফুটবল
২৪২৬. নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ?
(A) গুটিবসন্ত
(B) অ্যানথ্রাক্স
(C) কলেরা
(D) যক্ষ্মারোগ
২৪২৭. ঝাড়খন্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায়?
(A) গুমলা
(B) লোহারদাগা
(C) লাতেহার
(D) এইসব বিকল্পগুলি
২৪২৮. টিনটোমিটার ____________ পরিমাপ করতে ব্যবহৃত হয়
(A) দুর্গন্ধ
(B) তাপমাত্রা
(C) কঠোরতা
(D) রঙ
২৪২৯. সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম _______________ হিসাবে কাজ করে।
(A) প্লাস্টিসাইজার
(B) অ্যাকসিলেটর
(C) রিটার্ডার
(D) এয়ার এন্ট্রেইনিং এজেন্ট
২৪৩০. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ?
(A) অ্যান্টিভাইরাস সফটওয়ার
(B) নেটওয়ার্ক ম্যানেজার
(C) ফাইল কমপ্রেসন
(D) এইসব বিকল্পগুলি
To check our latest Posts - Click Here