সাধারণ জ্ঞান MCQ – সেট ১০২
General Awareness MCQ – Set 102
২৩৯১. সাদা ফসফরাস কিসে রাখা হয় ?
(A) কেরোসিন
(B) পারদ
(C) জল
(D) ইথার
২৩৯২. আকাশ নীল দেখানোর কারণ হলো
(A) interference of light
(B) dispersion of light
(C) polarisation of light
(D) scattering of light
২৩৯৩. রেটিনল হল ________ এর রাসায়নিক নাম ।
(A) ভিটামিন সি
(B) ভিটামিন ডি
(C) ভিটামিন এ
(D) ভিটামিন বি
- Vitamin A Retinol
- Vitamin C Ascorbic Acid
- Vitamin B1 Thymine
- Vitamin B2 Riboflavin
- Vitamin B3 Niacin
- Vitamin B5 Pantothenic acid
- Vitamin B7 Biotin
- Vitamin D Cholecalciferol
২৩৯৪. নিউটন-মিটার (N m ) নীচের কোন ভৌত রাশিটির পরিমাণের SI একক ?
(A) ত্বরণ
(B) টর্ক
(C) শক্তি
(D) বল
- Acceleration – Metres per second (M/s2)
- Torque – Newton meter (Nm)
- Power – Watt (W)
- Force – Newton (N)
২৩৯৫. ‘লাইফ ডিভাইন (Life Divine )’ বইটির রচয়িতা কে ?
(A) আবুল কালাম আজাদ
(B) জওহরলাল নেহরু
(C) অরবিন্দ ঘোষ
(D) মুলক রাজ আনন্দ
Life Divine বইটি লিখেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ । বইটি প্রকাশিত হয়েছিল ১৯৩৯ খ্রিস্টাব্দে ।
চেক করুন সাধারণ জ্ঞান MCQ – সেট ৬৮
২৩৯৬. কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল ?
(A) ১৯৬২
(B) ১৯৬১
(C) ১৯৬৩
(D) ১৯৬৪
২৩৯৭. কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?
(A) পিটুইটারি
(B) অগ্ন্যাশয়
(C) থাইরয়েড গ্রন্থি
(D) লিভার
অগ্নাশয়ের আইলেটস অফ লাঙ্গারহান্টসের বিটা কোষ থেকে উৎপন্ন হয়
২৩৯৮. পরমাণু বোমা তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(A) ইউরেনিয়াম
(B) জারকোনিয়াম
(C) মলিবডিনাম
(D) ভ্যানাডিয়াম
২৩৯৯. পাখি : উটপাখি :: প্রাণী : ?
(A) হাতি
(B) নীল তিমি
(C) হাঙ্গর
(D) জিরাফ
বৃহত্তম পাখি – উট পাখি , বৃহত্তম প্রাণী – নীল তিমি
২৪০০. বিমানের উচ্চতা পরিমাপ করা যন্ত্রটি হলো
(A) অ্যানিমোমিটার
(B) অ্যাম্মিমটার
(C) অল্টিমিটার
(D) অডিওমিটার
To check our latest Posts - Click Here