সাধারণ জ্ঞান MCQ – সেট ১০০
General Awareness MCQ – Set 100
২৩৭১. ‘প্যারাডাইজ টাওয়ারস’ গ্রন্থটির রচয়িতা হলেন
(A) শ্বেতা বচ্চন-নন্দা
(B) কমলিকা সেন
(C) শিল্পা শিন্ডে
(D) বিকাশ গুপ্ত
২৩৭২. বিরূপাক্ষ মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক নির্মাণ করেছিলেন ?
(A) দ্বিতীয় দেবরায়
(B) হরিহর
(C) দ্বিতীয় বুক্কা
(D) বিরূপাক্ষ রায়
বিরূপাক্ষ মন্দির একটি UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ।
২৩৭৩. “Narcolepsy” – হলো
(A) চুরির অভ্যাস
(B) ভুলে যাওয়ার রোগ
(C) মৃগী রোগের ঘন ঘন আক্রমণ
(D) অতিরিক্ত ঘুমের ব্যাধি
২৩৭৪. ভারতীয় সংবিধানের কোন তফসিলে (Schedule ) অ্যান্টি-ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে ?
(A) দ্বিতীয় তফসিল
(B) দশম তফসিল
(C) তৃতীয় তফসিল
(D) চতুর্থ তফসিল
দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন রাজীব গান্ধী ৫২তম সংবিধান সংশোধনী ( ১৯৮৫ খ্রিস্টাব্দ ) -এর মাধ্যমে ।
২৩৭৫. নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত ?
(A) খাজুরাহো
(B) তিরুপতি
(C) রামেশ্বরম
(D) বদ্রীনাথ
খাজুরাহো মন্দিরটি মধ্যপ্রদেশে অবস্থিত । ৮৫ মন্দির নির্মাণ করা হয়ে থাকলেও বর্তমানে খাজুরাহোতে মাত্র ২৫টি মন্দির বেঁচে রয়েছে । এতো বিশ্বাস করা হয় যে প্রত্যেক চান্ডিল্য রাজা একটি করে মন্দির খাজুরাহোতে বানিয়েছিলেন ।
২৩৭৬. দুধ থেকে ক্রিম আলাদা করার সময় কোন বলের সাহায্যে ?
(A) অভিকেন্দ্র বল (Centripetal Force )
(B) অপকেন্দ্র বল (Centrifugal Force )
(C) ইমপ্যাক্ট বল (Impact Force )
(D) অভিকর্ষজ বল (Gravitational Force )
২৩৭৭. বাইফোকাল লেন্স চোখের কোন ত্রুটি ঠিক করতে ব্যবহার করা হয় ?
(A) নিকটদৃষ্টি
(B) দূরদৃষ্টি
(C) অস্টিগমাটিসম
(D) প্রেসবায়োপিয়া
২৩৭৮. পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের ওপরে অবস্থিত ?
(A) কোল্লেরু হ্রদ
(B) উলার হ্রদ
(C) দল হ্রদ
(D) লোকটাক হ্রদ
মনিপুরের লোকটাক হ্রদের ওপরে অবস্থিত ।
২৩৭৯. নিচের মধ্যে কোনটি ‘প্রাণীদেহের শ্বেতসার (Animal starch )’ নামে পরিচিত ?
(A) সেলুলোস
(B) গ্লুকোজ
(C) গ্লাইকোজেন
(D) পেকটিন
২৩৮০. সালফাইড আকরিককে বাতাসের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করার পদ্ধতিকে বলে
(A) Refining
(B) Calcination
(C) Roasting
(D) Smelting
• Calcination is a process in which the ore is heated below its melting point in the absence or in a limited supply of air. Its aim is to drive off moisture, hydrates of water and organic matter from the ore.
Other processes are defined as:-
• Refining is a process of removing impurities or unwanted elements from a substance, typically as part of an industrial process.
• Roasting is a process of heating of sulphide ore to a high temperature in the presence of air. It is a step in the processing of certain ores.
• Smelting is a process of extracting metal from its ore by a process involving heating and melting.
To check our latest Posts - Click Here
Whatsapp number massage question and answer sent