মানবদেহের রোগ ও তাদের জীবাণু নাম তালিকা
মানবদেহের কয়েকটি রোগ ও তাদের জীবাণুর নাম
মানবদেহের রোগ ও তাদের জীবাণু নাম তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো মানবদেহের রোগ ও তাদের জীবাণু নাম তালিকা নিয়ে। ( Name of Some Diseases and their Microbes ) । যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।
বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা
বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা নিচে দেওয়া রইলো।
Also Check : বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা – PDF
ভাইরাস ঘটিত রোগ
মানবদেহের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।
রোগ | ভাইরাসের নাম |
---|---|
গুটিবসন্ত | Variola virus (DNA virus) |
জলবসন্ত | Varicella- zoster |
পোলিও | Poliovirus |
মাম্পস্ | Paramyxovirus (RNA virus) |
হাম | Paramyxovirus (RNA virus) |
রেবিস | Rabies lyssavirus |
ইনফ্লুয়েঞ্জা | A myxovirus (RNA virus) |
AIDS | Retrovirus (RNA virus) |
জিকা | Zika Virus |
রুবেলা | Rubella virus |
Also Check : বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ – PDF
ব্যাকটেরিয়া ঘটিত রোগ
মানবদেহের বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।
রোগ | ব্যাকটেরিয়ার নাম |
---|---|
টাইফয়েড | Salmonella typhi |
কলেরা | Vibrio cholera |
নিউমোনিয়া | Streptococcus pneumoniae |
যক্ষা | Mycobacterium tuberculosis |
ডিপথেরিয়া | Corynebacterium diphtheria |
টিটেনাস | Clostridium tetani |
প্লেগ | Yersinia pestis |
কুষ্ঠ | Mycobacterium leprae |
হুফিং কফ | Bordetella pertussis |
গনোরিয়া | Neisseria gonorrhoeae |
মেনিনজাইটিস | Streptococcus pneumonia |
সিফিলিস | Treponema pallidum |
ফুড পয়সনিং | Salmonella spp |
Also Check : মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম
প্রোটোজোয়া ঘটিত রোগ
মানবদেহের বিভিন্ন প্রোটোজোয়া ঘটিত রোগের তালিকা নিচে দেওয়া রইলো।
রোগ | প্রোটোজোয়ার নাম |
---|---|
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া | Plasmodium falciparum |
কালাজ্বর | Leishmania Donovany |
ঘুম রোগ | Trypanosoma gambiense |
পায়োরিয়া | Trychomonas tusox |
ছত্রাক ঘটিত রোগ
মানবদেহের বিভিন্ন ছত্রাক ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।
রোগ | ছত্রাকের নাম |
---|---|
এথলিটস ফুট | Trichophyton |
রিং ওয়ার্ম | Microsporum, Trichophyton |
Check also
বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের শ্বাস অঙ্গ
কৃমি ঘটিত রোগ
মানবদেহের বিভিন্ন কৃমি ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।
রোগ | কৃমির নাম |
---|---|
এসকোরিয়াসিস | Ascaris Lumbricoides |
পিন ওয়ার্ম | Enterobius vermicularis |
ফাইলরিয়েসিস | Wuchereria Bancrofti |
বংশঘটিত রোগ
মানবদেহের বিভিন্ন বংশ ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।
১. হিমোফিলিয়া | ২. বর্ণান্ধতা |
৩. আলবিনিজম | ৪. সিকল সেল এনিমিয়া |
৫. সিজোফ্রেনিয়া | ৬. মাইগ্রেন |
৭. এপিলেপসি |
এই নোটটির PDF ফাইল ডাউনলোড করতে নিচের Download লিঙ্কে ক্লিক করুন
Download Section
- File Name: Human_Disease
- File Size: 170 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
- Subject ; Biology
মানবদেহের বিভিন্ন রোগ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর –
কলেরা রোগের জীবাণুর নাম কি ?
কলেরা ভিব্রিও কলেরি (Vibrio cholerae) নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্ত্রের একটি সংক্রামক রোগ।
টাইফয়েড রোগের জীবাণুর নাম কি ?
টাইফয়েড জ্বরের কারণ হল সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া।
কলেরা একটি কি বাহিত রোগ ?
ব্যাকটেরিয়া
ম্যালেরিয়া কি ঘটিত রোগ ?
ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ । এই রোগের জন্য দায়ী প্লাসমডিয়াম ভাইভ্যাক্স (পি. ভাইভ্যাক্স), প্লাসমডিয়াম ফ্যালসিপেরাম (পি. ফ্যালসিপেরাম), প্লাসমডিয়াম ম্যালেরি (পি. ম্যালেরি) এবং প্লাসমডিয়াম ওভেল (পি. ওভেল) ।
পোলিও কি ঘটিত রোগ?
এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ।
To check our latest Posts - Click Here