QuizQuiz

বাংলা কুইজ – সেট ৯০

Bengali Quiz - Set 90

Bengali Quiz – Set 90

১. কত শতকে ১ বিঘা হয় ?

উত্তর :
৩৩ শতকে

২. ভারতের কোথায় কলা গবেষণা কেন্দ্র রয়েছে ?

উত্তর :
তিরুচি

৩. ভারতের প্রথম রাজনৈতিক দল/সভা কি ও সেটি কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :
জমিদার সভা, ১৮৩৮ খ্রিস্টাব্দ

৪. বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কতজন রয়েছেন ?

উত্তর :
৩১ জন ( ২৭শে সেপ্টেম্বর ২০১৯ এর তথ্য অনুযায়ী, পরে পরিবর্তন হতে পারে )

৫. ভারতের পার্লামেন্টের উভয়কক্ষে কিছু সদস‍্য রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন, এই ব‍্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

উত্তর :
আয়ারল‍্যান্ড

৬. রাণাঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :
চূর্ণী

৭. মহাশিলাকন্টক কার যুদ্ধ ইঞ্জিন ছিল ?

উত্তর :
অজাতশত্রু

৮. হিন্দু মহাসভা কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :
১৯১৫ খ্রিস্টাব্দ

৯.”যা ছিল আমার দেশ” বই টি কার লেখা ?

উত্তর :
তথাগত রায়

১০. ১৯১১ এর IFA শিল্ড ফাইনালে মোহনবাগানের হয়ে একমাত্র বুট পায়ে কে খেলেছিলেন ?

উত্তর :
সুধীর চ‍্যাটার্জী

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Banerjee

Quiz Master and Quiz Enthusiast

Related Articles

দেখে নাও
Close
Back to top button