সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৮
General Awareness MCQ – Set 98
২৩৫১. রাদারফোর্ডের মতে, পরমাণুর অভ্যন্তরে ইলেক্ট্রনগুলি
(A) নিশ্চল
(B) দুলছে
(C) ঘুরছে
(D) এলোমেলোভাবে চলমান
২৩৫২. দুধের pH মাত্রা হলো
(A) ২.৪
(B) ৩.৮
(C) ৬.৬
(D) ৮.০
২৩৫৩. ভোটের সময় যে কালি হাতে লাগিয়ে দেওয়া হয় সেটি হলো আসলে
(A) সোডিয়াম ক্লোরাইড
(B) সিলভার ক্লোরাইড
(C) সিলভার নাইট্রেট
(D) সিলভার আয়োডাইড
২৩৫৪. ব্রেনের গঠনগত ও কার্যগত একক হলো
(A) নিউরোন
(B) নেফ্রন
(C) ভিরিয়ন
(D) সাইটন
২৩৫৫. “ব্যাক হ্যান্ড” কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
(A) বাস্কেটবল
(B) পোলো
(C) ব্যাডমিন্টন
(D) স্নুকার
২৩৫৬. পাটোলা চাপা ওড়না/ দুপাট্টা -এর জন্য ভারতের কোন অঞ্চল বিখ্যাত ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) তামিল নাড়ু
২৩৫৭. ল্যাম্পের পলতে দিয়ে তেল উঠে আসে কি কারণে ?
(A) চাপের পার্থক্যের জন্য
(B) ক্যাপিলারি অ্যাকশনের জন্য
(C) তেলের সান্দ্রতার জন্য
(D) অভিকর্ষ বলের জন্য
২৩৫৮. অস্টিগমাটিসম সংশোধন করার জন্য কোন ধরণের লেন্স ব্যবহৃত হয় ?
(A) উত্তল লেন্স
(B) অবতল লেন্স
(C) সিলিন্ড্রিক্যাল লেন্স
(D) বাই ফোকাল লেন্স
২৩৫৯. BCG কথাটির পূর্ণ অর্থ হলো
(A) Bacillus Calmette-Guerin
(B) Bacillus Chlorine-Guerin
(C) Bacillus Cough-Guerin
(D) Bacillus Cadmium-Guerin
২৩৬০. প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি হলো
(A) এমিবা
(B) ইউগ্লিনা
(C) প্লাসমোডিয়াম
(D) প্যারামেসিয়াম
To check our latest Posts - Click Here