Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৭

General Awareness MCQ – Set 97

২৩৪১. নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ?

(A) ইথিন
(B) প্রোপেন
(C) বিউটেন
(D) পেন্টেন

উত্তর :
(A) ইথিন

Free valence electrons = Unsaturated. No free valence electrons = Saturated.

  • Ethyne – C2H2
  • Propane – C3H8
  • Butane – C4H10
  • Pentane – C5H12

২৩৪২. “India at Risk” নামক গ্রন্থটির রচয়িতা হলেন 

(A) চেতন ভগত
(B) যশবন্ত সিং
(C) গৌতম চিন্তামণি
(D) বিনোদ রায়

উত্তর :
(B) যশবন্ত সিং

প্রাক্তন বিদেশমন্ত্রী, মিঃ যশবন্ত সিং ‘India at Risk- Mistakes, Misconceptions and Misadventures of security policy’ বইটির লেখক।


২৩৪৩. রক্তে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে গেলে স্বাস-প্রস্বাস নেবার হার 

(A) বেড়ে যাবে
(B) কমে যাবে
(C) কোনো পরিবর্তন হবে না
(D) থেমে যাবে 

উত্তর :
(A) বেড়ে যাবে

রক্তে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে গেলে শরীর রক্ত থেকে কার্বন-ডাই-অক্সাইড দূর করার জন্য দ্রুত স্বাস-প্রস্বাস নেবে ।  এর ফলে রক্তে অক্সিজেন বেড়ে যাবে এবং আস্তে আস্তে কার্বন-ডাই-অক্সাইড কমে যাবে


২৩৪৪. কলিঙ্গের রাজা খরবেল কোন রাজবংশের রাজা ছিলেন ?

(A) হর্যঙ্ক
(B) রথ-ভোজক
(C) সাতবাহন
(D) মহামেঘবাহন 

উত্তর :
(D) মহামেঘবাহন 

২৩৪৫. পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?

(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) কর্ণাটক

উত্তর :
(B) উত্তর প্রদেশ

উত্তরপ্রদেশের প্রধান তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হলো – পিলিভিট, দুধওয়া এবং অমনগড়





২৩৪৬. 8O17 -এর নিউক্লিয়াসে কতগুলি প্রোটন ও নিউট্রন রয়েছে ?

(A) যথাক্রমে ৭. ৮
(B) যথাক্রমে ১৭, ৮
(C) যথাক্রমে ৮, ১৭
(D) যথাক্রমে ৮, ৯

উত্তর :
(D) যথাক্রমে ৮, ৯

  • অ্যাটমিক নম্বর = ৮
  • মাস নম্বর = ১৭

সুতরাং প্রথম সংখ্যা হলো ৮ এবং নিউট্রন সংখ্যা হলো ১৭-৮ = ৯


২৩৪৭. গুল্ম এবং বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়ন হলো 

(A) সিটেলোলজি
(B) ডেন্ড্রোলজি
(C) সাইটোলজি
(D) হেলমিনথোলজি 

উত্তর :
(B) ডেন্ড্রোলজি 

২৩৪৮. ভারতের মুদ্রাস্ফীতি মাপা হয় 

(A) হোলসেল প্রাইস ইনডেক্স দ্বারা
(B) কনসিউমার প্রাইস ইনডেক্স দ্বারা
(C) BSE প্রাইস ইনডেক্স দ্বারা
(D) ন্যাশনাল ইনকাম দ্বারা 

উত্তর :
(B) কনসিউমার প্রাইস ইনডেক্স দ্বারা 

২৩৪৯. কোন ধরণের এলাম জল পরিশোধনের কাজে লাগে ?

(A) পটাস এলাম
(B) ফেরিক এলাম
(C) এমোনিয়াম এলাম
(D) ক্রোম এলাম 

উত্তর :
(A) পটাস এলাম

KAl(SO4)2 or, AlK(SO4)2·12 H2O


২৩৫০. ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত ?

(A) ১১০
(B) ১০৮
(C) ২৮০
(D) ৩৭০ 

উত্তর :
(B) ১০৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button