সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৬
General Awareness MCQ – Set 96
২৩৩১. কিয়োটো প্রোটোকল ________ এর সাথে সম্পর্কিত।
(A) প্রজাতি সংরক্ষণ
(B) জলবায়ু পরিবর্তন
(C) জলাভূমি সংরক্ষণ
(D) ঔষধি গাছ
২৩৩২. রাগবি ফুটবলে প্রতিদলে কয়জন খেলোয়াড় থাকে ?
(A) ১১
(B) ৬
(C) ৭
(D) ১৫
২৩৩৩. নিচের কোনটি সেরা অগ্নি নির্বাপক ?
(A) জল
(B) অক্সিজেন
(C) কার্বন ডাই অক্সাইড
(D) মিথেন
২৩৩৪. নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত ?
(A) প্রেইরি
(B) পম্পাস
(C) ভেল্ড
(D) স্টেপিস
- প্রেইরি – উত্তর আমেরিকা
- পম্পাস – দক্ষিণ আমেরিকা
- ভেল্ড – দক্ষিণ আফ্রিকা
- স্টেপিস – দক্ষিণ আফ্রিকা
২৩৩৫. কোন পর্তুগিজ গভর্নর “নীল জলের নীতি ( The Policy of Blue Water)” চালু করেছিলেন ?
(A) নুনো দা কুনহা
(B) ফ্রান্সিসকো ডি আলমেডা
(C) মার্টিম আফনসো ডি সুসা
(D) আফনসো ডি আলবুকার্ক
পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডি আলমিদা (1505-1509) “ব্লু ওয়াটারের নীতি” প্রবর্তন করেছিলেন। এই নীতি অনুসারে পর্তুগিজদের আরবসাগর ও ভারত মহাসাগরে বাণিজ্য করার অধিকার ছিল ।
২৩৩৬. বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া – এর সদর দফতর কোথায় ?
(A) পুনে
(B) চেন্নাই
(C) কলকাতা
(D) দিল্লি
২৩৩৭. আল্পস কোন ধরণের পর্বত ?
(A) প্রাচীন ভঙ্গিল পর্বত
(B) নবীন ভঙ্গিল পর্বত
(C) ব্লক পর্বত
(D) আগ্নেয় পর্বত
২৩৩৮. নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল ?
(A) ৬১তম সংবিধান সংশোধন
(B) ৮৬তম সংবিধান সংশোধন
(C) ৪২তম সংবিধান সংশোধন
(D) ৬৯তম সংবিধান সংশোধন
২৩৩৯. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নিচের কোন খেলাগুলি যুক্ত করার প্রস্তাব দিয়েছে ?
- ব্রেক ডানসিং
- স্কেটবোর্ডিং
- সার্ফিং
(A) শুধুমাত্র 1
(B) 1 এবং 2
(C) 1 এবং 3
(D) সবগুলি
২৩৪০. “ন্যায়বিচারের সাথে বৃদ্ধি (Growth with justice )” কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ?
(A) দ্বিতীয়
(B) নবম
(C) সপ্তম
(D) চতুর্থ
To check our latest Posts - Click Here