সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৪
General Awareness MCQ – Set 94
২৩১১. সৌরজগতের কোন গ্রহের এস্কেপ ভেলোসিটি ( Escape Velocity) সব থেকে বেশি ?
(A) পৃথিবী
(B) মঙ্গল
(C) শনি
(D) বৃহস্পতি
২৩১২. তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু ?
(A) মিস্ট্রাল
(B) চিনুক
(C) লু
(D) হারমাটান
২৩১৩. নোবেল গ্যাসগুলির যোজ্যতা হলো
(A) ০
(B) ৪
(C) ২
(D) ৮
২৩১৪. GUI কথাটির পূর্ণ অর্থ হলো
(A) Group User Interface
(B) Graphical User Interface
(C) Graphic User Integration
(D) Group User Integration
২৩১৫. শীতঘুমের সময় ব্যাঙ স্বাস-প্রস্বাস নেয়
(A) ফুসফুসের সাহায্যে
(B) ত্বকের সাহায্যে
(C) ফুসফুস ও ত্বকের সাহায্যে
(D) স্বাস-প্রস্বাস নেয় না
২৩১৬. নিম্নের কোনটি সাংবিধানিক কমিশন নয় ?
(A) ইলেকশন কমিশন
(B) ফিনান্স কমিশন
(C) অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন
(D) ন্যাশনাল কমিশন ফর ওমেন
২৩১৭. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে ?
(A) রবার্ট কচ
(B) এন্টোনি ভ্যান লিউয়েনহুক
(C) আলেক্সান্ডার ফ্লেমিং
(D) রবার্ট হুক
১৬৮৩ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এন্টোনি ভ্যান লিউয়েনহুক ।
২৩১৮. মানবদেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন ও শোষণ করে ?
(A) পাকস্থলী
(B) যকৃৎ
(C) কোলন
(D) ক্ষুদ্রান্ত্র
২৩১৯. কুইক সিলভার কাকে বলা হয় ?
(A) রুপা
(B) জিঙ্ক
(C) বেরিয়াম
(D) পারদ
২৩২০. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
(A) টরিসেলি
(B) ওয়াল্টার রিড
(C) উইলিয়াম হার্শেল
(D) উইলিয়াম স্ট্যানলি
১৬৪৩ খ্রিস্টাব্দে ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি
To check our latest Posts - Click Here