সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৩
General Awareness MCQ – Set 93
২২৯১. আলোকভীতি বা ফোটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
(A) ভিটামিন B1
(B) ভিটামিন B2
(C) ভিটামিন B4
(D) ভিটামিন B6
২২৯২. কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে বলে
(A) Fusion
(B) Sublimation
(C) Condensation
(D) Solidification
২২৯৩. নিউটনের কোন সূত্র অনুসারে সাতাঁর কাটা সম্ভব হয় ?
(A) প্রথম সূত্র
(B) দ্বিতীয় সূত্র
(C) তৃতীয় সূত্র
(D) সবকটি
২২৯৪. মহিলাদের T20 ম্যাচে দ্রুততম ৫০ রান করেছেন
(A) হারমানপ্রীত কৌর
(B) মিথালি রাজ্
(C) স্মৃতি মান্ধানা
(D) দীপ্তি শর্মা
মাত্র ২৪ বলে ৫০ রান করে এই রেকর্ডটি করেছেন স্মৃতি মান্ধানা ।
২২৯৫. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) রাশিয়া
(D) আয়ারল্যান্ড
২২৯৬. তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল
(A) ২৫০ খ্রিস্টপূর্বাব্দে
(B) ৯৮ খ্রিস্টাব্দে
(C) ২৬১ খ্রিস্টপূর্বাব্দে
(D) ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দে
২২৯৭. আন্দামান নিকোবর : বৃহত্তম :: ______ : ক্ষুদ্রতম
(A) পন্ডিচেরী
(B) লাক্ষাদ্বীপ
(C) দমন ও দিউ
(D) দাদরা ও নগর হাভেলি
২২৯৮. রেয়ন তৈরী করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয় ?
(A) সালফিউরিক অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড
(C) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(D) বোরিক অ্যাসিড
২২৯৯. সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় ?
(A) মৌলিক দ্বায়িত্ব
(B) মুখবন্ধ
(C) নাগরিকত্ব
(D) নিৰ্দেশাত্বক নীতি
মুখবন্ধ বা Preamble
২৩০০. গ্রেগর মেন্ডেল তাঁর সংকরায়ন পরীক্ষার জন্য কোন গাছটিকে ব্যবহার করেছিলেন ?
(A) ধুতুরা গাছ
(B) টমেটো গাছ
(C) মটর গাছ
(D) লঙ্কা গাছ
To check our latest Posts - Click Here