সাম্প্রতিকী ২০১৯ – সেপ্টেম্বর মাস
৬১. প্রথম ভারতীয় কুস্তিগীর কে যিনি ২০২০ টোকিও অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফাই করলেন ?
(A) সাক্ষী মালিক
(B) পবন কুমার
(C) ববিতা কুমারী
(D) ভিনেশ ফোগাট
ভিনেশ ফোগাট একজন ভারতীয় মহিলা ফ্রিস্টাইল কুস্তিগীর। যিনি ২০১৪ সালে ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এবং ২০১৮ জাকার্তা পেলবঙ্গ, এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন।
৬২. বিশ্ব বাঁশ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?
(A) সেপ্টেম্বর ১৪
(B) সেপ্টেম্বর ১৮
(C) সেপ্টেম্বর ১৯
(D) সেপ্টেম্বর ২১
৬৩. ২০১৯ সালের অস্কারের জন্য মনোনীত ভারতীয় ডকুমেন্টারি চলচ্চিত্র “মতিবাগ” এর পরিচালক কে ?
(A) সঞ্জয় কাক
(B) অশ্বিন কুমার
(C) নির্মল চান্দের
(D) আরতি শ্রীবাস্তব
৬৪. কোন দেশে দক্ষিণ এশিয়ার উচ্চতম টাওয়ারটি উদ্বোধিত হলো ?
(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) শ্রীলংকা
শ্রীলংকার ৩৫০ মিটার উঁচু লোটাস টাওয়ার।
৬৫. লন্ডনে একবিংশ শতাব্দীর আইকন পুরষ্কারে কোন ভারতীয় গায়ক ম্যাগনিফিসেন্ট পারফর্মিং আর্টস পুরস্কার পেয়েছেন ?
(A) শ্রেয়া ঘোষাল
(B) সোনু নিগম
(C) অরিজিৎ সিং
(D) সুনিধি চৌহান
৬৬. “From Leeches to Slug Glue: 25 Explosive Ideas that Made (and Are Making) Modern Medicine” – বইটি লিখেছেন
(A) রূপা রায়
(B) অমিষ ত্রিপাঠি
(C) রবিন্দর সিং
(D) স্যাভি শর্মা
৬৭. কোন হাই কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে ইন্টারনেট ব্যবহারের অধিকার শিক্ষার মৌলিক অধিকারের মধ্যে পরে এবং এর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করার নীতি প্রযোজ্য ?
(A) কেরালা
(B) গুজরাট
(C) এলাহাবাদ
(D) জবলপুর
৬৮. কোন রাজ্য সরকার সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধ করার কথা বিবেচনা করছে ?
(A) কেরালা
(B) অন্ধ্র প্রদেশ
(C) ওড়িশা
(D) রাজস্থান
৬৯. পদ্ম বিভূষণের পুরস্কারের জন্য প্রথম কোন ভারতীয় মহিলা অ্যাথলিটের নাম প্রস্তাব করা হয়েছে ?
(A) পি ভি সিন্ধু
(B) সাক্ষী মালিক
(C) দীপা কর্মকার
(D) মেরি কম
৭০. “Being Gandhi” গ্রন্থটির রচয়িতা কে ?
(A) ধাওয়াল কুলকারনী
(B) অমৃতা মুখোপাধ্যায়
(C) পারো আনন্দ
(D) সঞ্জয় কাক
৭১. কে ভারতীয় বিমান বাহিনী – এর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন ?
(A) সিদ্ধার্থ শ্রীবাস্তব
(B) রাকেশ কে সিং ভদৌরিয়া
(C) পি এস চন্দর
(D) নরেন্দ্র রাজপুত
বর্তনামন প্রধান বি এস ধানোয়ার -এর কাছ থেকে ৩০শে সেপ্টেম্বর চার্জ নেবেন ।
৭২. কোন রাজ্য সরকার ক্লাস 3 থেকে 8 পর্যন্ত সমস্ত স্কুলে সংস্কৃতকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ?
(A) উত্তরাখন্ড
(B) হিমাচল প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) ছত্তিশগড়
৭৩. ২০২২ বেইজিং শীতকালীন প্যারালিম্পিক্সের অফিসিয়াল মাস্কট কোনটি ?
(A) Bing Dwen Dwen
(B) Shuey Rhon Rhon
(C) Asian black bear
(D) Bing Keun-suk
Bing Dwen Dwen – ২০২২ এর শীতকালীন অলিম্পিক্সের ম্যাসকট
Shuey Rhon Rhon – ২০২২ এর শীতকালীন প্যারা-অলিম্পিক্সের ম্যাসকট
৭৪. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন কোন শহরে শুরু হয়েছে ?
(A) জেনেভা
(B) নিউ ইয়র্ক
(C) কোপেনহেগেন
(D) বার্লিন
৭৫. বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ বক্সার কে ?
(A) মোহাম্মদ আলী কামার
(B) গৌরব সোলঙ্কি
(C) অমিত পাঙ্গাল
(D) দীনেশ কুমার
৭৬. সম্প্রতি প্রয়াত মাধব আপ্তে কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
(A) দাবা
(B) ফুটবল
(C) ক্রিকেট
(D) হকি
৭৭. ২০১৯ সালের এশিয়ান পুরুষদের ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা কোন দেশটি জিতলো ?
(A) অস্ট্রেলিয়া
(B) ভারত
(C) পাকিস্তান
(D) ইরান
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইরান এই শিরোপাটি জিতে নিয়েছে
৭৮. দিল্লি সরকার সম্প্রতি কোন রোগের বিরুদ্ধে লড়াই করতে “চ্যাম্পিয়নস ক্যাম্পেইন” চালু করেছে ?
(A) ডেঙ্গু
(B) ম্যালেরিয়া
(C) চিকুনগুনিয়া
(D) জাপানি এনসেফেলাইটিস
৭৯. ২০২০ সালের অস্কারের জন্য কোন চলচিত্রটি ভারত থেকে মনোনীত হয়েছে ?
(A) Article 15
(B) গালি বয়
(C) কেশরী
(D) বাধাই হো
গালি বয় -এর পরিচালক জোয়া আখতার
৮০. মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন বিখ্যাত ব্যক্তিত্ব ?
(A) শচীন টেন্ডুলকার
(B) সন্দীপ সিং
(C) গোবিন্দা
(D) আশা ভোঁসলে
To check our latest Posts - Click Here
Great thought
Great thought
thank you sir . It’s really helpful . Thanks for giving all the questions together.
We are glad that our hard work atleast benefiting someone.
আপনারা এগুলো পিডিএফ দিলে ভীষণ ভালো হয় ।
PDF section a PDF peye jaben .
দারুণ কালেকশন । ধন্যবাদ ।