Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – সেপ্টেম্বর মাস

৪১. “Turbulence & Triumph: The Modi Years” – বইটির লেখক কে ?

(A) অনিতা দেশাই
(B) দুর্জয় দত্ত
(C) চেতন ভগত
(D) রাহুল আগরওয়াল

উত্তর :
(D) রাহুল আগরওয়াল

৪২. ভারতের প্রথম মহিলা সামরিক কূটনীতিক (military diplomat) কে হয়েছেন?

(A) নিকিতা সিং
(B) আভা দাওসর
(C) মৃদুলা কোশী
(D) অঞ্জলি সিং

উত্তর :
(D) অঞ্জলি সিং

৪৩. এন্ডুরোম্যান ট্রায়াথলন ( Enduroman triathlon ) সম্পন্নকারী প্রথম ভারতীয় কে ?

(A) হিমা দাস
(B) দ্যুতি চাঁদ
(C) স্বপ্না বর্মন
(D) মায়াঙ্ক ভেইদ

উত্তর :
(D) মায়াঙ্ক ভেইদ

হিমাচলপ্রদেশের মায়াঙ্ক ভেইদ হলেন বিশ্বের ৪৪টম এবং ভারতের প্রথম ব্যক্তি যিনি এই এন্ডুরোম্যান ট্রায়াথলন চ্যালেঞ্জটি সম্পন্ন করেছেন ।


৪৪. অন্ধ্র প্রদেশের প্রথম লোকায়ুক্ত হিসাবে কে শপথ গ্রহণ করেছেন ?

(A) পি লক্ষ্মণ রেড্ডি
(B) আজেয়া কল্লাম
(C) দ্বারকা তিরুমালা রাও
(D) মল্লাদি বিষ্ণু

উত্তর :
(A) পি লক্ষ্মণ রেড্ডি

৪৫. জাতীয় ইঞ্জিনিয়ার দিবস প্রতিবছর কোন দিনটিতে ভারতে পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ১৫
(B) সেপ্টেম্বর ২৮
(C) সেপ্টেম্বর ২৯
(D) সেপ্টেম্বর ১২

উত্তর :
(A) সেপ্টেম্বর ১৫

প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ইঞ্জিনিয়ার দিবস (Engineers’ Day) হিসাবে। ভারত-শ্রীলঙ্কা ও তানজিনিয়াতে পালিত হয় এদিন। কিংবদন্তি সিভিল ইঞ্জিনিয়ার স্য়ার এম বিশ্বেসরাইয়ার জন্মদিনটাই বেছে নেওয়া হয় ইঞ্জিনিয়ার দিবস পালনের জন্য়।


৪৬. ২০১৯ সালের FIBA World Basketball Championship কোন দেশ জিতলো ?

(A) আর্জেন্টিনা
(B) চীন
(C) স্পেন
(D) ফ্রান্স

উত্তর :
(C) স্পেন

ফাইনালে আর্জেন্টিনাকে ৯৫-৭৫ এ হারিয়ে স্পেন এই চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছে ।


৪৭. ভারত কাকে হারিয়ে ২০১৯ সালের ACC Under-19 Asia Cup cricket tournament জিতলো ?

(A) পাকিস্তান
(B) আফগানিস্তান
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

উত্তর :
(D) বাংলাদেশ 

৪৮. ২০১৯ সালের IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন ভারতীয় ক্রীড়াবিদ ?

(A) সুভাষ আগরওয়াল
(B) ইয়াসিন বণিক
(C) পঙ্কজ আডবাণী
(D) আদিত্য মেহতা

উত্তর :
(C) পঙ্কজ আডবাণী 

৪৯. আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কোন তারিখে পালন করা হয় ? 

(A) সেপ্টেম্বর ৮
(B) সেপ্টেম্বর ১৫
(C) সেপ্টেম্বর ১৭
(D) সেপ্টেম্বর ১৬

উত্তর :
(D) সেপ্টেম্বর ১৬

২০১৯ সালের থিম ছিল “32 Years and Healing”


৫০. গুরু নানক দেবের রচনাগুলি বিশ্ব ভাষায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা ?

(A) UNESCO
(B) UNICEF
(C) WHO
(D) SAARC

উত্তর :
(A) UNESCO



৫১. কোন ভারতীয় ক্রিকেটার সোনেপাত রাই স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন ?

(A) রবি শাস্ত্রী
(B) কপিল দেব
(C) শচীন টেন্ডুলকার
(D) ভিভিএস লক্ষ্মণ

উত্তর :
(B) কপিল দেব

৫২. কোন তারিখে ভারতে জাতীয় হিন্দি দিবস পালিত হয় ?

(A) ১৬ সেপ্টেম্বর
(B) ১৩ সেপ্টেম্বর
(C) ১৪ সেপ্টেম্বর
(D) ১৫ সেপ্টেম্বর

উত্তর :
(C) ১৪ সেপ্টেম্বর

৫৩. কোন ভারতীয় অ্যাথলিট পেপসিকোর স্পোর্টস ড্রিঙ্ক ব্র্যান্ড “Gatorade’ -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? 

(A) বজরং পুনিয়া
(B) ভিনেশ ফোগাট
(C) হিমা দাস
(D) সৌরভ চৌধুরী

উত্তর :
(C) হিমা দাস

৫৪. ২০২০ সালের ফিফা অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?

(A) শ্রীলংকা
(B) দক্ষিন আফ্রিকা
(C) ওয়েস্ট ইন্ডিজ
(D) ভারত

উত্তর :
(D) ভারত

৫৫. ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর সমীক্ষা অনুযায়ী আন্তর্জাতিক মানের বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করার ক্ষেত্রে ভারতের ভারতের অবস্থান কততম ?

(A) চতুর্থ
(B) পঞ্চম
(C) নবম
(D) ষষ্ঠ

উত্তর :
(A) চতুর্থ

ভারতের স্থান আমেরিকা, ব্রিটেন, জার্মানির ঠিক পরেই ।


৫৬. ISRO গগনযান প্রকল্পের জন্য কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে ?

(A) VSSC
(B) NASA
(C) DRDO
(D) BARC

উত্তর :
(C) DRDO

৫৭. ২০১৯ সালের আন্তর্জাতিক রামায়ণ উৎসব কোন শহরে অনুষ্ঠিত হলো ?

(A) কোচি
(B) অযোধ্যা
(C) নতুন দিল্লি
(D) লক্ষ্নৌ

উত্তর :
(C) নতুন দিল্লি 

৫৮. প্রথম কোন ভারতীয় ফটোগ্রাফার  “Acadmie des beaux-arts Photography Award – William Klein” পেলেন ?

(A) পাবলো বার্থলোমিউ
(B) অতুল কাসবেকর
(C) রঘু রায়
(D) অশোক স্যালিয়ান

উত্তর :
(C) রঘু রায়

৫৯. প্রথম বিশ্ব রোগী সুরক্ষা দিবস ( World Patient Safety Day ) ২০১৯ সালে কোন দিনটিতে পালন করা হলো ?

(A) সেপ্টেম্বর ১৪
(B) সেপ্টেম্বর ১৭
(C) সেপ্টেম্বর ১৫
(D) সেপ্টেম্বর ১৯

উত্তর :
(B) সেপ্টেম্বর ১৭

৬০. করণ বন্দনা (Karan Vandana ) কোন ফসলের একটি নতুন সংকর জাত ?

(A) ভুট্টা
(B) ডাল
(C) গম
(D) ধান

উত্তর :
(C) গম

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

7 Comments

    1. আপনারা এগুলো পিডিএফ দিলে ভীষণ ভালো হয় ।

দেখে নাও
Close
Back to top button