স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ
১২ই জানুয়ারী জাতীয় যুব দিবস তথা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এর জন্মদিন। তাঁর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো একটি কুইজ সেট। দেখে নাও স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ। Quiz on Swami Vivekananda
১. স্বামীজীর বংশের আর একজন সন্ন্যাসী হয়েছিলেন । তিনি কে ?
২. স্বামীজীর দিদির নাম কি যিনি ৭২ বছর বেঁচে ছিলেন ?
৩. স্বামীজীর দুই ভাই এর নাম কি ছিল ?
৪. স্বামীজীর কবে এই পৃথিবীতে পদার্পন করেছিলেন ?
৫. স্বামীজীর ছোটবেলার নাম “বীরেশ্বর” কে দিয়েছিলেন ?
দেখে নাও : জানা অজানা স্বামী বিবেকানন্দ
৬. ১৯৭৯ সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন । এই সাফল্যের জন্য তাঁর পিতা তাঁকে কি উপহার দিয়েছিলেন ?
৭. কোন ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সংগীত শিক্ষা লাভ করেছিলেন ?
৮. তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা নরেন্দ্রনাথ কার কাছ থেকে পান ?
৯. নরেন্দ্রনাথের বাবার পেশা কি ছিল ?
দেখে নাও : স্বামী বিবেকানন্দ জীবনী – বিবেকানন্দ প্রতিবেদন
১০. নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায় ?
১১. স্বামীজী একটি দেবীর স্তোত্র রচনা করেন । স্তোত্রটির নাম কি ?
১২. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন ?
১৩. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ সন্ন্যাস গ্রহণের পূর্বে কোন পেশার সাথে যুক্ত ছিলেন ?
১৪. স্বামীজী কোন জাহাজে বিদেশে গিয়েছিলেন ?
১৫. জাহাজে স্বামীজীর সাথে একজন ভারতীয় বন্ধু ছিলেন । তাঁর নাম কি ?
১৬. কবে স্বামীজী দ্বিতীয়বারের জন্য লন্ডন যাত্রা করেন ?
১৭. মঠে স্বামীজীর পালিত কুকুরটির নাম কি ছিল ?
কুকুরটির নাম ছিল – বাঘা
ছাগল ছানার নাম ছিল – মোটরু
মাদি ছাগলের নাম ছিল – হংসী
১৮. নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন ?
১৯. স্বামীজী কোন বিখ্যাত ব্যক্তিত্বকে চা বানানোর জন্য বেলুড় মঠে আমন্ত্রণ করেছিলেন ?
২০. বিবেকানন্দের জন্মদিন সারা ভারতজুড়ে কি হিসেবে পালন করা হয়ে থাকে ?
এরকম আরও কিছু পোস্ট :
রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ বিশ্বকবি স্পেশাল সেট ১৩১
To check our latest Posts - Click Here