QuizQuiz

স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭

Quiz on Swami Vivekananda

স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ

১২ই জানুয়ারী জাতীয় যুব দিবস তথা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এর জন্মদিন। তাঁর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো একটি কুইজ সেট।  দেখে নাও স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজQuiz on Swami Vivekananda

১. স্বামীজীর বংশের আর একজন সন্ন্যাসী হয়েছিলেন । তিনি কে ?

উত্তর :
দুর্গাপ্রসাদ দত্ত । স্বামীজীর ঠাকুরদা ছিলেন ।

২. স্বামীজীর দিদির নাম কি যিনি ৭২ বছর বেঁচে ছিলেন ?

উত্তর :
স্বর্ণময়ী

৩. স্বামীজীর দুই ভাই এর নাম কি ছিল ?

উত্তর :
মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ

৪. স্বামীজীর কবে এই পৃথিবীতে পদার্পন করেছিলেন ?

উত্তর :
১৮৬৩ খ্রিস্টাব্দ, ১২ই জানুয়ারী, সোমবার

৫. স্বামীজীর ছোটবেলার নাম “বীরেশ্বর” কে দিয়েছিলেন ?

উত্তর :
স্বামীজীর মা ভুবনেশ্বরী দেবী । পরবর্তীকালে এই নাম সংক্ষিপ্ত হয়ে “বিলে” নামে পরিণত হয়

দেখে নাওজানা অজানা স্বামী বিবেকানন্দ


৬. ১৯৭৯ সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন । এই সাফল্যের জন্য তাঁর পিতা তাঁকে কি উপহার দিয়েছিলেন ?

উত্তর :
একটি রুপার ঘড়ি

৭. কোন ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সংগীত শিক্ষা লাভ করেছিলেন ?

উত্তর :
বেণী উস্তাদ

৮. তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা নরেন্দ্রনাথ কার কাছ থেকে পান ?

উত্তর :
কাশীনাথ ঘোষাল

৯. নরেন্দ্রনাথের বাবার পেশা কি ছিল ?

উত্তর :
ওকালতি

দেখে নাও : স্বামী বিবেকানন্দ জীবনী –  বিবেকানন্দ প্রতিবেদন


১০. নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায় ?

উত্তর :
কলকাতার সিমলায়

১১. স্বামীজী একটি দেবীর স্তোত্র রচনা করেন । স্তোত্রটির নাম কি ?

উত্তর :
অম্বা স্তোত্র ( কা তং শুভে শিবকরে সুখ দুঃখ হস্তে )

১২. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন ?

উত্তর :
স্বামী সদানন্দ

১৩. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ সন্ন্যাস গ্রহণের পূর্বে কোন পেশার সাথে যুক্ত ছিলেন ?

উত্তর :
বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাতরস রেলস্টেশনে স্টেশন মাস্টার

১৪. স্বামীজী কোন জাহাজে বিদেশে গিয়েছিলেন ?

উত্তর :
পেনিনসুলার নামক জাহাজে

১৫. জাহাজে স্বামীজীর সাথে একজন ভারতীয় বন্ধু ছিলেন । তাঁর নাম কি ?

উত্তর :
ব্যারিস্টার ছবিল দাস

১৬. কবে স্বামীজী দ্বিতীয়বারের জন্য লন্ডন যাত্রা করেন ?

উত্তর :
১৮৯৬ সালের ১৫ই এপ্রিল

১৭. মঠে স্বামীজীর পালিত কুকুরটির নাম কি ছিল ?

উত্তর :
বাঘা
কুকুরটির নাম ছিল – বাঘা
ছাগল ছানার নাম ছিল – মোটরু
মাদি ছাগলের নাম ছিল – হংসী

১৮. নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন ?

উত্তর :
ক্ষেত্রীর মহারাজা অজিত সিং

১৯. স্বামীজী কোন বিখ্যাত ব্যক্তিত্বকে চা বানানোর জন্য বেলুড় মঠে আমন্ত্রণ করেছিলেন ?

উত্তর :
বাল গঙ্গাধর তিলক

২০. বিবেকানন্দের জন্মদিন সারা ভারতজুড়ে কি হিসেবে পালন করা হয়ে থাকে ?

উত্তর :
জাতীয় যুব দিবস

এরকম আরও কিছু পোস্ট : 

রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ  বিশ্বকবি স্পেশাল  সেট ১৩১

বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল

জওহরলাল নেহেরু স্পেশাল

বাংলা কুইজ – সেট ৯১ – বল্লভভাই প্যাটেল স্পেসাল 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button