Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৮৫

General Awareness MCQ – Set 85

২১৮১. হরি প্রসাদ চৌরাসিয়া নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্কিত ?

(A) বেহালা
(B) সেতার
(C) বাঁশি
(D) শরদ 

উত্তর :
(C) বাঁশি 

২১৮২. বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত ?

(A) বিষ্ণু
(B) শিব
(C) ব্রহ্মা
(D) দূর্গা 

উত্তর :
(B) শিব 

২১৮৩. কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন ?

(A) চম্পারন
(B) চৌরিচৌরা
(C) বরদৌলি
(D) খেদা 

উত্তর :
(B) চৌরিচৌরা

২১৮৪. “God of Small Things” বইটি লিখেছেন 

(A) অরুন্ধতী রায়
(B) সালমান রুশদি
(C) খুশবন্ত সিং
(D) অমৃতা প্রীতম 

উত্তর :
(A) অরুন্ধতী রায়

অরুন্ধতী রায় (জন্ম ২৪ নভেম্বর ১৯৬১) একজন ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনৈতিক সক্রিয়তাবাদী। তিনি তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৯৭ সালে প্রকাশিত এ উপন্যাসটি ১৯৯৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে।


২১৮৫. জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

(A) চাপ বৃদ্ধি পেলে
(B) চাপ হ্রাস পেলে
(C) ঘনত্ব বৃদ্ধি পেলে
(D) ঘনত্ব হ্রাস পেলে

উত্তর :
(A) চাপ বৃদ্ধি পেলে




২১৮৭. পম্পাস তৃণভূমি  কোথায় দেখা যায় ?

(A) আফ্রিকা
(B) দক্ষিণ আমেরিকা
(C) ব্রিটেন
(D) আমেরিকা 

উত্তর :
(B) দক্ষিণ আমেরিকা 

২১৮৮. প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন 

(A) নার্গিস দত্ত
(B) দেবিকা রানী
(C) উমা দেবী
(D) সুলোচনা 

উত্তর :
(B) দেবিকা রানী

প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী ১৯৬৯ খ্রিস্টাব্দে ।


২১৮৯. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন ?

(A) ম্যাকডোনাল্ড
(B) ব্যাল্ডউইন
(C) চ্যাম্বারলিন
(D) চার্চিল 

উত্তর :
(D) চার্চিল 

২১৯০. ব্যক্তিগত সত্যাগ্রহে  (Individual Satyagraha ) প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোদা ভাবে । দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন ?

(A) ড: রাজেন্দ্র প্রসাদ
(B) পণ্ডিত জওহরলাল নেহেরু
(C) চক্রবর্তী রাজাগোপালাচারী
(D) সর্দার বল্লভভাই প্যাটেল 

উত্তর :
(B) পণ্ডিত জওহরলাল নেহেরু 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button