সাধারণ জ্ঞান MCQ – সেট ৮৫
General Awareness MCQ – Set 85
(A) বেহালা
(B) সেতার
(C) বাঁশি
(D) শরদ
২১৮২. বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত ?
(A) বিষ্ণু
(B) শিব
(C) ব্রহ্মা
(D) দূর্গা
২১৮৩. কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন ?
(A) চম্পারন
(B) চৌরিচৌরা
(C) বরদৌলি
(D) খেদা
২১৮৪. “God of Small Things” বইটি লিখেছেন
(A) অরুন্ধতী রায়
(B) সালমান রুশদি
(C) খুশবন্ত সিং
(D) অমৃতা প্রীতম
অরুন্ধতী রায় (জন্ম ২৪ নভেম্বর ১৯৬১) একজন ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনৈতিক সক্রিয়তাবাদী। তিনি তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৯৭ সালে প্রকাশিত এ উপন্যাসটি ১৯৯৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে।
২১৮৫. জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
(A) চাপ বৃদ্ধি পেলে
(B) চাপ হ্রাস পেলে
(C) ঘনত্ব বৃদ্ধি পেলে
(D) ঘনত্ব হ্রাস পেলে
২১৮৭. পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায় ?
(A) আফ্রিকা
(B) দক্ষিণ আমেরিকা
(C) ব্রিটেন
(D) আমেরিকা
২১৮৮. প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন
(A) নার্গিস দত্ত
(B) দেবিকা রানী
(C) উমা দেবী
(D) সুলোচনা
প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী ১৯৬৯ খ্রিস্টাব্দে ।
২১৮৯. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন ?
(A) ম্যাকডোনাল্ড
(B) ব্যাল্ডউইন
(C) চ্যাম্বারলিন
(D) চার্চিল
২১৯০. ব্যক্তিগত সত্যাগ্রহে (Individual Satyagraha ) প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোদা ভাবে । দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন ?
(A) ড: রাজেন্দ্র প্রসাদ
(B) পণ্ডিত জওহরলাল নেহেরু
(C) চক্রবর্তী রাজাগোপালাচারী
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
To check our latest Posts - Click Here