বিজ্ঞান MCQ – সেট ৪৪ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 44 – Biology
২১৬১. যে পক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাকে বলে
(A) এগ্লুটিনেশন
(B) হেমারেজ
(C) হিমোলাইসিস
(D) ফাইব্রিনোলাইসিস
২১৬২. যে সূত্র হৃদপিণ্ডের স্পন্দনহারের সাথে রক্তচাপের বিপরীত সম্পর্কের কথা উল্লেখ করে সেটি হলো
(A) ফিক-এর সূত্র
(B) ম্যারীর সূত্র
(C) উইনারের সূত্র
(D) ল্যান্ডস্টেইনারের সূত্র
২১৬৩. হৃদচক্রের স্থিতিকাল কত ?
(A) ০.৫ সেকেন্ড
(B) ০.৮ সেকেন্ড
(C) ১.২ সেকেন্ড
(D) ১.৫ সেকেন্ড
২১৬৪. হৃদপিণ্ডের স্বাভাবিক ওজন হলো
(A) ৩০০-৩৩০ গ্রাম
(B) ৩৬০-৪৫০ গ্রাম
(C) ২১০ – ২৮০ গ্রাম
(D) ২০০-২৪০ গ্রাম
২১৬৫. কোন বিভাগের রক্ত সর্বাধিক ব্যক্তির দেহে পাওয়া যায় ?
(A) AB
(B) A
(C) B
(D) O
২১৬৬. ১৯৩৯ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ব্লাডব্যাংক স্থাপন করেন
(A) ড: বিধানচন্দ্র রায়
(B) ড: নীলরতন সরকার
(C) রোনাল্ড রস
(D) ড: উপেন্দ্রনাথ চৌধুরী
২১৬৭. শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো
(A) মায়েলোব্লাস্ট
(B) লিম্ফোব্লাস্ট
(C) মনোব্লাস্ট
(D) সবগুলি
২১৬৮. রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো
(A) হিমোসাইটোমিটার
(B) স্ফিগমোম্যানোমিটার
(C) স্পাইরোমিটার
(D) স্থেথোস্কোপ
২১৬৯. আগ্রাসী ধর্মের সাহায্যে রোগজীবাণু ধ্বংস করে যে শ্বেতকণিকা সেটি হলো
(A) নিউট্রোফিল
(B) মনোসাইট
(C) নিউট্রোফিল ও মনোসাইট দুটিই
(D) লিম্ফোসাইট
২১৭০. [WBCS Preli 05] একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমান প্রায়
(A) ১ লিটার
(B) ২ লিটার
(C) ৫ লিটার
(D) ১০ লিটার
To check our latest Posts - Click Here