Bengali Quiz – Set 86
১. কিংবদন্তি ক্রিকেটার যিনি তার তাঁর জীবনের শেষ টেস্ট ম্যাচে ০ রানে আউট হবার কারণে তাঁর ব্যাটিং গড় ১০০ থেকে হয়ে যায় ৯৯.৯৪। তিনি হলেন
২. হস্তিনার রাজপুত্র মহাবীর দেবব্রত এক ভয়ানক প্রতিজ্ঞা করায় দেবতাগণ তাঁর মাথায় পুষ্পবৃষ্টি করেন এবং তাঁর নাম দেন –
৩. ২০০৪ সালে ফেসবুক কি নামে শুরু হয়েছিল ?
৪. অপেরা হাউস ( Opera House ) এবং হারবার ব্রিজ ( Harbour Bridge ) কোন শহরে দুটি বিখ্যাত ল্যান্ডমার্ক ?
৫. প্রথম জ্ঞানপীঠ জয়ী বাঙালী পুরুষ হলেন
৬. ভারতের জাতীয় সংগীত প্রথম যখন কবিতা হিসাবে প্রকাশ করেছিল তখন তার নাম কি ছিল ?
৭. বিখ্যাত কমিক চরিত্র টিনটিনের পোষা কুকুরের নাম কি ?
৮. ভারতের কোন শহরের উপনাম “ঘুমহীন শহর” ?
৯. ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে “The Spring Tiger” বলা হয় ?
১০. একদিনের ক্রিকেটে প্রথম পর পর চারবার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্মান কার সকলে ?
To check our latest Posts - Click Here