সাধারণ জ্ঞান MCQ – সেট ৭৮
General Awareness MCQ – Set 78
২০৯১. কেলভিন কিসের একক ?
(A) কম্পন
(B) তাপ
(C) তাপমাত্রা
(D) ভর
২০৯২. “Freedom behind bars” – কার লেখা ?
(A) শেখ আব্দুল্লা
(B) কিরণ বেদী
(C) নেলসন ম্যান্ডেলা
(D) ঋষি অরবিন্দ ঘোষ
২০৯৩. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
(A) হোয়াং হো
(B) মিসিসিপি মিসৌরি
(C) আমাজন
(D) নীল
২০৯৪. নিম্নের কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য ‘শান্তি স্বরূপ ভাটনাগর’ পুরস্কার দেওয়া হয় ?
(A) জলসংরক্ষন
(B) সাহিত্য
(C) বিজ্ঞান ও প্রযুক্তি
(D) পরিবেশ সচেতনতা
২০৯৫. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী ?
(A) NO2, Cl
(B) SO2, NO2
(C) SO2, CO2
(D) NO2, CO2
২০৯৬. ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল ( Schedule ) অনুযায়ী, জমি ও বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে ?
(A) স্টেট লিস্ট
(B) ইউনিয়ন লিস্ট
(C) কংকার্রেন্ট লিস্ট
(D) রেসিডুয়াল লিস্ট
২০৯৭. “Indian Liberal Party” কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(A) এস এন ব্যানার্জী
(B) মতিলাল নেহেরু
(C) আবুল কালাম আজাদ
(D) অ্যানি বেসান্ত
১৯১০ খ্রিস্টাব্দে লিবারেল পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্র নাথ ব্যানার্জী ।
২০৯৮. লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন ?
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) লোকসভার ডেপুটি স্পিকার
(D) সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি
২০৯৯. কম্পট্রোলার ও অডিটর জেনারেল ( CAG ) সংসদের কোন কমিটির সাথে যুক্ত থাকেন ?
(A) এস্টিমেট কমিটি
(B) পাবলিক আন্ডার টেকিং কমিটি
(C) পাবলিক একাউন্টস কমিটি
(D) সবগুলির সাথে
২১০০. ‘সপ্ত ঋষি’ তারামণ্ডল প্রাশ্চাত্যে কি নামে পরিচিত ?
(A) সেভেন মনক্স ( Seven Monks )
(B) আলফা সেঞ্চুরি ( Alpha Century )
(C) গ্রেট বিয়ার ( Great Bear )
(D) ডেভিলস ডগ ( Devil’s Dog )
To check our latest Posts - Click Here