রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২১
Indian Polity MCQ – Set 21
২০৭১. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি হলো
(A) গ্রাম পঞ্চায়েত
(B) পঞ্চায়েত সমিতি
(C) আঞ্চলিক পরিষদ
(D) জেলা পরিষদ
২০৭২. পৌরসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির নূন্যতম বয়স হতে হবে
(A) ২১ বছর
(B) ২৫ বছর
(C) ৩০ বছর
(D) ২২ বছর
২০৭৩. প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
(A) ১৯৪৯
(B) ১৯৫১
(C) ১৯৫৫
(D) ১৯৬০
২০৭৪. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছিল ?
(A) ২৪ তম
(B) ৪২ তম
(C) ৬১ তম
(D) ৪৪ তম
২০৭৫. ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে ?
(A) দক্ষিণ আফ্রিকা
(B) কানাডা
(C) সুইজারল্যান্ড
(D) ব্রিটেন
২০৭৬. ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ?
(A) ১৪টি
(B) ১৫টি
(C) ২২টি
(D) ১৮টি
২০৭৭. বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
(A) ১৪টি
(B) ২১টি
(C) ২২টি
(D) ২৪টি
২০৭৮. ভারতে বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ?
(A) ৫
(B) ৭
(C) ৮
(D) ৯
৯টি – জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি , চন্ডিগড়, পুডুচেরী , দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ , আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ
২০৭৯. জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার বিষয় বর্ণিত ছিল ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ?
(A) ৩৬৯ নম্বর
(B) ৩৭০ নম্বর
(C) ৩৭১ নম্বর
(D) ৩৭২ নম্বর
২০৮০. সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়
(A) ১৯৫২ খ্রিস্টাব্দে
(B) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(C) ১৯৭২ খ্রিস্টাব্দে
(D) ১৯৮০ খ্রিস্টাব্দে
To check our latest Posts - Click Here
i requested for u….. plz give me a questions sey..
ঠিক বুঝলাম না কি বলতে চাইছেন
Psc miscellaneous r study material pele help hoto