সাধারণ জ্ঞান MCQ – সেট ৭৬
General Awareness MCQ -Set 76
২০৬১. ইস্ট ইন্ডিয়া কোম্পানী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(A) ১৪০০
(B) ১৫০০
(C) ১৬০০
(D) ১৭০০
২০৬২. ভারত প্রধানত কোন দেশে লৌহ আকরিক রপ্তানি করে ?
(A) জাপান
(B) ভুটান
(C) ইন্দোনেশিয়া
(D) রাশিয়া
২০৬৩. ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় কতগুলি আইটেম রয়েছে ?
(A) ৬৬
(B) ৬১
(C) ৫২
(D) ১০০
রাজ্য তালিকা – ৬১
কেন্দ্র তালিকা – ১০০
যুগ্ম তালিকা – ৫২
২০৬৪. একটি কমা দ্রব্যের ( Inferior Good ) চাহিদা কখন কমে যায় ?
(A) দাম বেড়ে গেলে
(B) দাম কমে গেলে
(C) ইনকাম বেড়ে গেলে
(D) ইনকাম কমে গেলে
২০৬৫. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি ?
(A) নীলকণ্ঠী মাছরাঙা
(B) দোয়েল
(C) ময়ূর
(D) ম্যাকাও
২০৬৬. ফোয়েন (Foehn ) কোথাকার স্থানীয় বায়ু ?
(A) চীন
(B) জাপান
(C) কোরিয়া
(D) সুইজারল্যান্ড
২০৬৭. গ্রেট ব্যারিয়ার রিফ কোন উপকূলে অবস্থিত ?
(A) মধ্য অস্ট্রেলিয়া
(B) পশ্চিম অস্ট্রেলিয়া
(C) পূর্ব অস্ট্রেলিয়া
(D) দক্ষিণ অস্ট্রেলিয়া
২০৬৮. ভূমধ্যসাগরের লাইট হাউস কোন আগ্নেয়গিরিকে বলা হয় ?
(A) এটনা
(B) ভিসুভিয়াস
(C) কিলিমাঞ্জারো
(D) স্ট্রমবলী
২০৬৯. কে বলেছিলেন – “As President, I have no eyes but constitutional eyes. I cannot see you” ?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(C) আব্রাহাম লিঙ্কন
(D) মহাত্মা গান্ধী
২০৭০. ১৯৪০ খ্রিস্টাব্দে কে আগস্ট অফার তৈরী করেছিলেন যেটি কংগ্রেস অস্বীকার করেছিল ?
(A) লর্ড ওয়াভেল
(B) লর্ড লিনলিথগো
(C) স্যার জর্জ স্ট্যানলি
(D) লর্ড উইলিংটন
To check our latest Posts - Click Here