Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস

১০১. সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের প্রথম মহিলা DGP । ইনি হলেন 

(A) কিরণ বেদি
(B) কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য
(C) প্রমীলা যোশী
(D) অপর্ণা কর্মকার

উত্তর :
(B) কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য

ভারতের দ্বিতীয় মহিলা IPS অফিসার ( প্রথম মহিলা IPS অফিসার – কিরণ বেদি ) এবং প্রথম ভারতীয় পুলিশের মহিলা DG পাঞ্জাবের কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য গত ২৬শে আগস্ট মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন ।


১০২. সতর্কতা সত্ত্বেও কোন দেশটি আর্কটিকে বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক চুল্লি চালু করেছে ?

(A) যুক্তরাষ্ট্র
(B) ব্রিটেন
(C) রাশিয়া
(D) চীন

উত্তর :
(C) রাশিয়া

১০২. সতর্কতা সত্ত্বেও কোন দেশটি আর্কটিকে বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক চুল্লি চালু করেছে ?

(A) যুক্তরাষ্ট্র
(B) ব্রিটেন
(C) রাশিয়া
(D) চীন

উত্তর :
(C) রাশিয়া

১০৩. ২০১৯ সালের ডুরাল্ড কাপ কোন দল জিতেছে ?

(A) গোকুলাম কেরালা
(B) মোহনবাগান
(C) ইস্ট বেঙ্গল
(D) এফ. সি. গোয়া

উত্তর :
(A) গোকুলাম কেরালা

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ২০১৯ সালে ডুরাল্ড কাপ জিতে নিলো গোকুলাম কেরালা


১০৪. ২০১৯ সালে ৪৫তম G7 সামিট কোথায় হলো ?

(A) ব্রাজিল
(B) ফ্রান্স
(C) ইতালি
(D) কানাডা

উত্তর :
(B) ফ্রান্স

G7 (গ্রুপ অব সেভেন) হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়ন ও G7 এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।

২০১৯ সালে ৪৫তম G7 সামিট হলো ফ্রান্সে । এটির থিম ছিল – Fighting Inequality


১০৫. বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী  প্রথম ভারতীয় কে ?

(A) পারুপল্লী কাশ্যপ
(B) সাইনা নেহওয়াল
(C) শ্রীকান্ত কিদাম্বি
(D) পিভি সিন্ধু

উত্তর :
(D) পিভি সিন্ধু

১০৬. কে সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

(A) মোহাম্মদ তাহির আইলা
(B) আবদাল্লা হামডোক
(C) বাকরি হাসান সালেহ
(D) মোটাজ মুসা

উত্তর :
(B) আবদাল্লা হামডোক

বিশিষ্ট অর্থনীতিবিদ আবদাল্লা হামডোক সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশের অর্থনৈতিক সঙ্কট নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।


১০৭. সম্প্রতি কোন ভারতীয় পুলিশ বিশ্ব পুলিশ গেমসে ৩টি পদক জয় করেছেন ?

(A) সোনালী সিং
(B) মোনালি যাদব
(C) দেবোপম ব্যানার্জী
(D) রবি কুমার চৌধুরী

উত্তর :
(B) মোনালি যাদব

মহারাষ্ট্রের মোনালি যাদব  – ২ টি সোনা ও একটি ব্রোঞ্জ


১০৮. আমাজন রেইনফরেস্ট কোন মহাদেশে অবস্থিত ?

(A) দক্ষিণ আমেরিকা
(B) আফ্রিকা
(C) অস্ট্রেলিয়া
(D) ইউরোপ

উত্তর :
(A) দক্ষিণ আমেরিকা

১০৯. গোরেওয়াদা আন্তর্জাতিক চিড়িয়াখানাটি কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) নাগপুর
(B) দিল্লি
(C) জয়পুর
(D) সিমলা

উত্তর :
(A) নাগপুর

১১০. সম্প্রতি কোন রাজ্যের ডিন্ডিগুল তালা ও কাদাঙ্গি শাড়ি GI তকমা পেলো ?

(A) কর্ণাটক
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

উত্তর :
(C) তামিলনাড়ু

১১১. রাজীব গান্ধী খেলা রত্ন পুরষ্কার প্রাপ্ত প্রথম ভারতীয় প্যারা অ্যাথলিট কে ?

(A) মানসী যোশী
(B) দীপা মালিক
(C) কর্মজ্যোতি দালাল
(D) পূজা রানী

উত্তর :
(B) দীপা মালিক

১১২. ভারত শিশু কল্যাণ সূচক ( India Child Well-Being Index ) -এ  কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে ?

(A) ঝাড়খণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) কেরালা

উত্তর :
(D) কেরালা

১ – কেরালা , ২ – তামিলনাড়ু, ৩ – হিমাচল প্রদেশ


১১৩. ভারতের জাতীয় ক্রীড়া দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২৮শে ফেব্রুয়ারী
(B) ২৯শে আগস্ট
(C) ২৮শে সেপ্টেম্বর
(D) ২২শে আগস্ট

উত্তর :
(B) ২৯শে আগস্ট

প্রতিবছর ২৯শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয় দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মদিনে। এই দিনেই রাষ্ট্রপতি অর্জুন ও খেল রত্ন পুরষ্কার তুলে দেন ক্রীড়াজগতে দেশের কৃতিদের হাতে।


১১৪. ডেঙ্গু মোকাবিলায় কোন রাজ্য সরকার নতুন উদ্যোগ “10 হাফতে, 10 বাজে, 10 মিনিট – হর রবিভার, ডেঙ্গি পার বার” ?

(A) দিল্লী
(B) উত্তরপ্রদেশ
(C) কর্ণাটক
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(A) দিল্লী 

১১৫. ৩১শে আগস্ট গুগল কার ১০০ তম জন্মদিনে গুগল ডুডলে সম্মানিত করলো ? 

(A) অমৃতা প্রীতম
(B) কৃষ্ণা সোবতি
(C) মহাদেবী ভার্মা
(D) সুভদ্রা কুমারী চৌহান

উত্তর :
(A) অমৃতা প্রীতম

পঞ্জাবি কবি, সাহিত্যিক অমৃতা প্রীতমের জন্ম শতবর্ষ উদ্‌যাপন করছে গুগল। ৩১শে আগস্ট গুগল একটি ডুডল বানিয়েছে অমৃতা প্রীতমকে শ্রদ্ধা জানাতে। সেখানে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় বসে ডায়েরিতে কিছু লিখছেন এক নারী, সামনে কিছু গোলাপ রাখা আছে। এটি তাঁর আত্মজীবনী কালা গুলাব (কালো গোলাপ)-কে ইঙ্গিত করছে।


এই নোটটি PDF ফরম্যাটে পেতে নিচের download -এ ক্লিক করুন

Download

এই নোটটির এক লাইনের সংক্ষিপ্ত নোট পেতে নিচের download -এ ক্লিক করুন
Download

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button