সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস
৮১. সম্প্রতি প্রয়াত ডঃ জগন্নাথ মিশ্র কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?
(A) ঝাড়খণ্ড
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) রাজস্থান
গোটা রাজনৈতিক জীবনে তিনবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন জগন্নাথ মিশ্র ৷ ১৯৭৫ সালে বিহারের মুখমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ৷ তারপর ১৯৮০ এবং পরে ১৯৮৯ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ নব্বইয়ের দশকে তিনি ছিলেন ক্যাবিনেট মন্ত্রীও ৷ তবে রাজনীতিতে আসার আগে কলেজে শিক্ষকতা করেতেন জগন্নাথ মিশ্র ৷
৮২. NGO Greenpeace এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি পরিমানে অ্যানথ্রোপোজেনিক সালফার ডাই অক্সাইড (SO2) নির্গমন করে ?
(A) ইরান
(B) ভারত
(C) রাশিয়া
(D) দক্ষিণ আফ্রিকা
৮৩. কোন রাজ্য সরকার নিকোটিনকে সম্প্রতি ক্লাস A বিষ হিসাবে চিহ্নিত করেছে ?
(A) পাঞ্জাব
(B) কর্ণাটক
(C) হরিয়ানা
(D) ওড়িশা
৮৪. কোন দেশ ফেডর ( Fedor ) নামক একটি রোবটকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সম্প্রতি প্রেরণ করেছে ?
(A) ভারত
(B) চীন
(C) রাশিয়া
(D) জাপান
৮৫. “Big Billion Startup: The Untold Flipkart Story” – বইটির লেখক কে ?
(A) মিহির দালাল
(B) প্রহ্লাদ যোশী
(C) রাজ কুমার সিংহ
(D) অশ্বিনী কুমার
শচীন ও বিনি বানসাল ফ্লিপকার্ট তৈরীর তথ্যে সমৃদ্ধ এই বইটি লিখেছেন মিহির দালাল
৮৬. কোন তারিখে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস (World Senior Citizen’s Day ) পালিত হয় ?
(A) আগস্ট ২০
(B) আগস্ট ২২
(C) আগস্ট ২১
(D) আগস্ট ২৩
৮৭. কোন ভারতীয় অধ্যাপক ২০১৯ সালের পুশকিন পদক জিতলেন ?
(A) বিষ্ণুপ্রিয়া দত্ত
(B) মিতা নারায়ণ
(C) অনিন্দ্য সিনহা
(D) আইজাজ আহমদ
JNU এর অধ্যাপক মিতা নারায়ণ এই পদকটি জিতেছেন
৮৮. কোন সংস্থা সম্প্রতি ৫ বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের হয়ে স্পনসরশিপ অধিকার অর্জন করেছে ?
(A) ভোডাফোন
(B) Paytm
(C) PhonePe
(D) এয়ারটেল
৮৯. জাতীয় স্বাস্থ্য মিশন এর আওতায় বিনামূল্যে ওষুধ প্রকল্প বাস্তবায়নে কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে ?
(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) গুজরাট
৯০. ভারতের নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব (Defence Secretary ) কে ?
(A) অজয় কুমার
(B) ব্রিজ কুমার আগরওয়াল
(C) রাজীব গৌবা
(D) অজিত দোভাল
কেরালার ক্যাডারের ১৯৮৫ ব্যাচের IAS অফিসার অজয় কুমারকে নতুন প্রতিরক্ষা সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সঞ্জয় মিত্রের স্থলাভিষিক্ত হন।
৯১. সরল ( SARAL – State Rooftop Solar Attractiveness Index ) এর প্রতিবেদনে কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) তেলেঙ্গানা
১ – কর্ণাটক , ২ – তেলেঙ্গানা , ৩ – গুজরাট, ৪- অন্ধ্রপ্রদেশ
৯২. “শাহীন অষ্টম” যৌথ সামরিক মহড়াটি পাকিস্তান এবং কোন দেশের মধ্যে সম্প্রতি সম্পন্ন হলো ?
(A) চীন
(B) শ্রীলংকা
(C) ইজরায়েল
(D) মায়ানমার
৯৩. কে ভারতের প্রথম মহিলা ফ্লাইট কমান্ডার হয়েছেন ?
(A) মিতালী মধুমিতা
(B) সীমা রাও
(C) শালিজা ধামি
(D) পুনিতা অরোরা
তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিনডন বিমানবন্দরে একটি চেতক হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডারের হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ।
৯৪. ভারতের কোন ই-কমার্স কোম্পানি প্রাক্তন মিলিটারি কর্মীদের চাকরি দেবার জন্য একটি প্রোগ্রাম শুরু করেছে ?
(A) ফ্লিপকার্ট
(B) আমাজন
(C) স্ন্যাপডিল
(D) পেটিএম
৯৫. ২০১৯ সালের BWF Para Badminton World Championships -এ ভারতের কোন দিব্যাঙ্গ খেলোয়াড় সোনা জিতলেন ?
(A) প্রণয় কুমার
(B) নিরাজ জর্জ
(C) মানসি যোশী
(D) আশ্বিনী পোনাপ্পা
বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, স্বদেশী পারুল পারমারকে ২১-১২, ২১-৭ গেমে হারিয়ে সোনা জেতেন মানসী যোশী।
৯৬. কোন প্রাক্তন ফুটবলার ২০১৯ সালের UEFA প্রেসিডেন্ট পুরষ্কার জিতেছেন ?
(A) জোহান ক্রুইফ
(B) ফ্রাঞ্জ বেকেনবাউয়ার
(C) ডেভিড বেকহ্যাম
(D) এরিক ক্যান্টোনা
এরিক ক্যান্টোনা হলেন ম্যানচেস্টার ইউনাইটেড এর প্রাক্তন ফরাসি খেলোয়াড় ।
৯৭. ‘Shagun’ পোর্টালটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ?
(A) ভূগর্ভস্থ জল সংরক্ষণ
(B) স্কুল শিক্ষা
(C) নারী ক্ষমতায়ন
(D) শব্দ দূষণ
৯৮. ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ভারত) কর্তৃক ২০১৯ সালের “Eminent Engineer Award” এর জন্য কে নির্বাচিত হয়েছেন ?
(A) পি এস জুনেজা
(B) প্রভাকর সিং
(C) তুলসী ভার্মা
(D) জিতেন্দ্র শর্মা
৯৯. কোন IIT -এর গবেষকরা ইল মাছের ত্বক থেকে কোলাজেন তৈরি করেছেন ?
(A) IIT হায়দ্রাবাদ
(B) IIT ইন্দোর
(C) IIT খড়্গপুর
(D) IIT মাদ্রাজ
১০০. ২০১৯ সালের Internet of Things সম্মেলন ভারতের কোন শহরে হতে চলেছে ?
(A) হায়দ্রাবাদ
(B) নতুন দিল্লি
(C) বেঙ্গালুরু
(D) অমরাবতী
To check our latest Posts - Click Here