সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস
৬১. কোন IIT এর গবেষকরা সম্প্রতি একটি স্বল্প মূল্যের রক্ত পরীক্ষার যন্ত্র আবিষ্কার করেছে যেটি স্মার্টফোনের সাথে কানেক্ট করে খুব সহজেই রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে ?
(A) IIT কানপুর
(B) IIT খড়গপুর
(C) IIT বোম্বাই
(D) IIT দিল্লি
৬২. ভারতের প্রথম কোন রাঁধুনি ( Cook ) সম্প্রতি ফ্রান্সের ‘Chevalier de l’Ordre du Mérite Agricoleto’ সম্মান পেলেন ?
(A) সঞ্জীব কাপুর
(B) রণবীর বেরা
(C) বিকাশ খান্না
(D) প্রিয়ম চট্টোপাধ্যায়
৬৩. গুয়াতেমালার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন ?
(A) মারিয়ানো রিভেরা পাজ
(B) জিমি মোরালেস
(C) আলেজান্দ্রো গিয়ামততেই
(D) আলেজান্দ্রো মালদোনাদো
৬৪. প্রধানমন্ত্রীর কিষাণ মান-ধন যোজনা ( Pradhan Mantri Kisan Maan-Dhan Yojana) অনুসারে, ৬০ বছর বয়স অর্জনের পর কৃষকদের কত টাকার মাসিক পেনশন দেওয়া হবে ?
(A) ৫০০০ টাকা
(B) ৬০০০ টাকা
(C) ৩০০০ টাকা
(D) ৪০০০ টাকা
৬৫. বিশ্ব হাতি দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?
(A) আগস্ট ১২
(B) আগস্ট ৯
(C) আগস্ট ১৩
(D) আগস্ট ১১
৬৬. বিশ্ব অঙ্গদান দান দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) আগস্ট ১৫
(B) আগস্ট ১৩
(C) আগস্ট ১৪
(D) আগস্ট ১৫
৬৭. মোটরস্পোর্টসে বিশ্ব খেতাব অর্জনকারী প্রথম ভারতীয় হলেন
(A) ঐশ্বরয়া পিসে
(B) গৌরব গিল
(C) খ্যাতি মোদী
(D) সুলগ্না মুরুগান
ব্যাঙ্গালুরুর ঐশ্বরয়া এই খেতাবটি জিতে নিয়েছেন ।
৬৮. কোন রাজ্য সরকার একদিনে ২২ কোটি চারা রোপণ করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে ?
(A) রাজস্থান
(B) উত্তর প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) মধ্য প্রদেশ
৬৯. “‘Sridevi: Girl Woman Superstar” – বইটির লেখক কে ?
(A) অক্ষত ভার্মা
(B) সত্যার্থ নায়ক
(C) জুহি চতুর্বেদী
(D) গজল ঢালিওয়াল
৭০. ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দূরদর্শন প্রযোজিত দেশাত্মবোধক গান ‘Watan’ কোন গায়ক গেয়েছেন ?
(A) জাভেদ আলী
(B) আতিফ আসলাম
(C) অভিজিৎ ভট্টাচার্য
(D) কবিতা কৃষ্ণমূর্তি
গানটি গেয়েছেন – জাভেদ আলী , লিখেছেন – আলোক শ্রীবাস্তব , সুর দিয়েছেন – দুষ্যন্ত
৭১. সম্প্রতি “কাজিন সারা” হ্রদটি কোন দেশে আবিষ্কৃত হয়েছে ?
(A) বাংলাদেশ
(B) নেপাল
(C) ভুটান
(D) ভারত
প্রায় ৫২০০ মিটার উঁচুতে অবস্থিত কাজিন সারা হ্রদটি সম্প্রতি নেপালে আবিষ্কৃত হয়েছে যদিও অফিসিয়ালি এখনো হ্রদটি পরীক্ষা করা বাকি রয়েছে । সবকিছু ঠিক ঠাক থাকলে এটিই বিশ্বের উচ্চতম হ্রদের শিরোপা পাবে ।
৭২. জাতীয় উপজাতি উৎসব “আদি মহোৎসব” কোন অঞ্চলে শুরু হয়েছে ?
(A) সিমলা
(B) উদয়পুর
(C) লাদাখ
(D) দিল্লি
৭৩. কোন রাজ্য সরকার “মহাত্মা গান্ধী সরবত সেহাত বিমা যোজনা” স্বাস্থ্য বীমা প্রকল্পটি চালু করেছে?
(A) হরিয়ানা
(B) উত্তর প্রদেশ
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৫তম জন্মবার্ষিকীতে পাঞ্জাব সরকার এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি শুরু করেছে ।
৭৪. কেন্দ্র সরকারের নিষ্ঠা ( NISHTHA ) প্রোগ্রামটি নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
(A) মঙ্গলযান
(B) শিক্ষা
(C) ডিজিটাল ব্যাঙ্কিং
(D) নারী ক্ষমতায়ন
এই প্রোগ্রামটির মাধ্যমে সারা ভারত জুড়ে ৪২ লক্ষের বেশি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে । এই প্রোগ্রামটি শুরু করেছেন কেন্দ্রীয় HRD মন্ত্রী রমেশ পোখরিয়াল ।
৭৫. সম্প্রতি প্রয়াত বাবুলাল গৌড় কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?
(A) ঝাড়খণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ
বাবুলাল গৌড়ের জন্ম ১৯৩০ সালের ২ জুন উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। তিনি রাজনীতিতে আসার আগে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ‘গোয়া মুক্তি আন্দোলনে’র অন্যতম নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। যিনি একাধারে আবার বিজেপির উকিল নেতা হিসেবেও পরিচিত। তিনি মধ্যপ্রদেশ থেকে পরপর ১০ বার বিধানসভা ভোটে জয়ী হন। ২৩ আগস্ট ২০০৪ থেকে ২৯ নভেম্বর ২০০৫ পর্যন্ত তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন।
৭৬. আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পার হলেন প্রথম কোন এশীয় সাঁতারু ?
(A) স্বজন প্রকাশ
(B) নিশা মিলেট
(C) ভক্তি শর্মা
(D) সতেন্দ্র সিং লোহিয়া
ভারতীয় প্রতিবন্ধী সাঁতারু সতেন্দ্র সিং লোহিয়া প্রথম এশীয় সাঁতারু ইংলিশ চ্যানেল এবং আমেরিকার ক্যাটালিনা চ্যানেল দুটিই সাঁতরে পার হয়েছেন ।
৭৭. কোন ভারতীয়-আমেরিকান কিশোর ২০১৯ সালের “South Asian Spelling Bee contest” জিতেছেন ?
(A) কাব্য কোপ্পারাপ
(B) নবনিথ মুরলি
(C) ধ্রুব গৌড়
(D) স্যামন্তক পাইরা
৭৮. ২০১৯ সালের বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) পুনে
(D) নতুন দিল্লি
৭৯. কোন তারিখে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস/ সদ্ভাবনা দিবস (Communal Harmony Day ) পালিত হয় ?
(A) আগস্ট ২১
(B) আগস্ট ২০
(C) আগস্ট ১৪
(D) আগস্ট ২৫
প্রাক্তন প্রধামন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী ২০শে আগস্ট ভারতে সদ্ভাবনা দিবস পালন করা হয় ।
৮০. কোন ভারতীয় ব্যক্তিত্বকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Order of Zayed’ সম্প্রতি প্রদান করা হয়েছে ?
(A) রামনাথ কোবিন্দ
(B) নরেন্দ্র মোদী
(C) লতা মঙ্গেশকর
(D) অমিতাভ বচ্চন
To check our latest Posts - Click Here