Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস

৪১. কোন রাজ্য সরকার আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মদদ যোজনা (Mukhyamantri Madad Yojna ) ঘোষণা করেছে ?

(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) কেরল

উত্তর :
(C) মধ্য প্রদেশ

৪২. কোন IIT -এর গবেষকরা প্রস্রাবের পুনর্ব্যবহারের জন্য একটি সিস্টেম তৈরি করেছেন ?

(A) IIT বোম্বাই
(B) IIT ইন্দোর
(C) IIT কানপুর
(D) IIT মাদ্রাজ

উত্তর :
(D) IIT মাদ্রাজ

৪৩. কোন দেশ সম্প্রতি ভারতকে প্রচুর অবৈধ ড্রাগ উৎপাদন ও সরবরাহকারী দেশের তকমা দিয়েছে ?

(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) ব্রিটেন

উত্তর :
(A) আমেরিকা 

৪৪. ২০১৯ সালের টিবিলিসি গ্র্যান্ড প্রিক্স রেসলিং টুর্নামেন্টে ( Tbilisi Grand Prix Wrestling tournament ) কোন ভারতীয় কুস্তিগীর ৬৫ কেজি বিভাগে সোনা  জিতেছেন ?

(A) সুশীল কুমার
(B) বজরং পুনিয়া
(C) যোগেশ্বর দত্ত
(D) পবন কুমার

উত্তর :
(B) বজরং পুনিয়া

৪৫. ২০১৯ সালের হায়দ্রাবাদ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছেন ?

(A) বি সাই প্রণীথ
(B) পারুপল্লী কাশ্যপ
(C) কিদাম্বি শ্রীকান্ত
(D) সৌরভ ভার্মা

উত্তর :
(D) সৌরভ ভার্মা

৪৬. ভারত সরকারের “Mission Reach Out” – নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত ?

(A) চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো
(B) সেনাদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ পৌঁছনো
(C) অমরকণ্টকে জঙ্গী আক্রমণ আটকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়া
(D) সারা ভারত ব্যাপী একই নিয়মে ইলেকট্রিক বিল পৌঁছে দেওয়া

উত্তর :
(B) সেনাদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ পৌঁছনো 

৪৭. কোন সাংবাদিক রাজনৈতিক প্রতিবেদনের জন্য ২০১৯ সালের প্রেম ভাটিয়া পুরষ্কার জিতেছন ?

(A) রাজদীপ সারদেসাই
(B) রাভিস কুমার
(C) বরখা দত্ত
(D) প্রনয় রায়

উত্তর :
(A) রাজদীপ সারদেসাই

৪৮. কে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির (Indian National Science Academy ) প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ?

(A) অদিতি পান্ত
(B) চন্দ্রিমা সাহা
(C) অসিমা চ্যাটার্জী
(D) সুলোচনা গাদগিল

উত্তর :
(B) চন্দ্রিমা সাহা 

৪৯. ভারতের প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড কোন ব্যাংক চালু করেছে ?

(A) HDFC
(B) RBL
(C) ICICI
(D) Axis

উত্তর :
(B) RBL

এই কার্ডটির উপভোক্তারা  – অনলাইনে ডাক্তারদের সাথে আলোচনা ও বছরে একবার ফুল বডি চেকআপ বিনামূল্যে পাবেন । এছাড়াও এই কার্ডটির মাধ্যমে ওষুধ কিনলে তাতে বেশি পয়েন্ট পাওয়া যাবে ।


৫০. আন্তর্জাতিক যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) জানুয়ারী ১২
(B) অক্টোবর ২
(C) আগস্ট ১২
(D) অগাস্ট ১৫

উত্তর :
(C) আগস্ট ১২ 

৫১. ২০১৯ সালের আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day ) -এর থিম কি ছিল ?

(A) Safe Spaces for Youth
(B) Youth Building Peace
(C) Transforming education
(D) Youth and Mental Health

উত্তর :
(C) Transforming education

৫২. কোন দেশের ক্রিকেট বোর্ড সম্প্রতি দেশের সর্বস্তরে ট্রান্সজেন্ডারদের ক্রিকেট খেলার বিষয়ে উদ্যোগ নিয়েছে ?

(A) অস্ট্রেলিয়া
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড

উত্তর :
(A) অস্ট্রেলিয়া

৫৩. কোন IIT -এর গবেষকরা ডিমের খোলা দিয়ে হাড়ের বিকল্প তৈরি করেছেন ?

(A) IIT মাদ্রাজ
(B) IIT দিল্লি
(C) IIT বোম্বাই
(D) IIT হায়দ্রাবাদ

উত্তর :
(D) IIT হায়দ্রাবাদ 

৫৪. ভারতের প্রথম শিল্পক্ষেত্রে রোবট “GraspMan” কোন IIT -এর গবেষকরা তৈরী করেছেন ?

(A)  IIT মাদ্রাজ
(B)  IIT ইন্দোর
(C)  IIT হায়দ্রাবাদ
(D)  IIT কানপুর

উত্তর :
(A)  IIT মাদ্রাজ

৫৫. ১৮ বছর পরে ভারতের হয়ে ওয়ার্ল্ড জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোন ভারতীয় কুস্তিগীর ?

(A) আকাশ আনটিল
(B) পারভীন মালিক
(C) বিজয় পাটিল
(D) দীপক পুনিয়া

উত্তর :
(D) দীপক পুনিয়া

৫৬. ওয়ার্ল্ড এডুকেশন সামিট -২০১৯ এ ভারতের কোন রাজ্য “Best innovation and initiative leadership” পুরষ্কার পেয়েছে ? 

(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) কেরল
(D) ওড়িশা

উত্তর :
(B) রাজস্থান

৫৭. কোন প্রাক্তন ভারতীয় অ্যাথলিটকে সম্প্রতি এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন -এর অ্যাথলিটস কমিশনের সদস্য নিযুক্ত করা হয়েছে ? 

(A) অঞ্জু ববি জর্জ
(B) রাজ্যবর্ধন সিং রাঠোর
(C) কর্ণম মালেশ্বরী
(D) পি টি উষা

উত্তর :
(D) পি টি উষা

৫৮. ভারতের প্রথম বেসরকারী মহাকাশ বিজ্ঞান যাদুঘর (Private Space Science Museum ) – টি কোন শহরে খোলা হয়েছে ?

(A) হায়দ্রাবাদ
(B) উজ্জয়িনী
(C) দেরাদুন
(D) লক্ষ্নৌ

উত্তর :
(A) হায়দ্রাবাদ

৫৯. “Kashmir’s Untold Story: Declassified” বইটির রচয়িতা কে ?

(A) পারভেজ শর্মা
(B) ইকবাল চাঁদ মালহোত্রা
(C) জব্বর প্যাটেল
(D) আলেক্সা মুহাম্মদ ফাইজাল

উত্তর :
(B) ইকবাল চাঁদ মালহোত্রা

৬০. পালানী মন্দিরের বিখ্যাত ‘পঞ্চমীর্থম’ সম্প্রতি GI ট্যাগ পেয়েছে। এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত ? 

(A) অন্ধ্র প্রদেশ
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) কেরল

উত্তর :
(C) তামিলনাড়ু

এই প্রথমবারের জন্য কোন মন্দিরের প্রসাদ GI তকমা পেলো । পঞ্চমীর্থম প্রাসাদটি প্রধানত পাঁচটি উপাদান দিয়ে তৈরী – কলা, মধু, গুড়, ঘি এবং এলাচ ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

Back to top button