সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস
৪১. কোন রাজ্য সরকার আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মদদ যোজনা (Mukhyamantri Madad Yojna ) ঘোষণা করেছে ?
(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) মধ্য প্রদেশ
(D) কেরল
৪২. কোন IIT -এর গবেষকরা প্রস্রাবের পুনর্ব্যবহারের জন্য একটি সিস্টেম তৈরি করেছেন ?
(A) IIT বোম্বাই
(B) IIT ইন্দোর
(C) IIT কানপুর
(D) IIT মাদ্রাজ
৪৩. কোন দেশ সম্প্রতি ভারতকে প্রচুর অবৈধ ড্রাগ উৎপাদন ও সরবরাহকারী দেশের তকমা দিয়েছে ?
(A) আমেরিকা
(B) চীন
(C) রাশিয়া
(D) ব্রিটেন
৪৪. ২০১৯ সালের টিবিলিসি গ্র্যান্ড প্রিক্স রেসলিং টুর্নামেন্টে ( Tbilisi Grand Prix Wrestling tournament ) কোন ভারতীয় কুস্তিগীর ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন ?
(A) সুশীল কুমার
(B) বজরং পুনিয়া
(C) যোগেশ্বর দত্ত
(D) পবন কুমার
৪৫. ২০১৯ সালের হায়দ্রাবাদ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছেন ?
(A) বি সাই প্রণীথ
(B) পারুপল্লী কাশ্যপ
(C) কিদাম্বি শ্রীকান্ত
(D) সৌরভ ভার্মা
৪৬. ভারত সরকারের “Mission Reach Out” – নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত ?
(A) চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো
(B) সেনাদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ পৌঁছনো
(C) অমরকণ্টকে জঙ্গী আক্রমণ আটকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়া
(D) সারা ভারত ব্যাপী একই নিয়মে ইলেকট্রিক বিল পৌঁছে দেওয়া
৪৭. কোন সাংবাদিক রাজনৈতিক প্রতিবেদনের জন্য ২০১৯ সালের প্রেম ভাটিয়া পুরষ্কার জিতেছন ?
(A) রাজদীপ সারদেসাই
(B) রাভিস কুমার
(C) বরখা দত্ত
(D) প্রনয় রায়
৪৮. কে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির (Indian National Science Academy ) প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ?
(A) অদিতি পান্ত
(B) চন্দ্রিমা সাহা
(C) অসিমা চ্যাটার্জী
(D) সুলোচনা গাদগিল
৪৯. ভারতের প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড কোন ব্যাংক চালু করেছে ?
(A) HDFC
(B) RBL
(C) ICICI
(D) Axis
এই কার্ডটির উপভোক্তারা – অনলাইনে ডাক্তারদের সাথে আলোচনা ও বছরে একবার ফুল বডি চেকআপ বিনামূল্যে পাবেন । এছাড়াও এই কার্ডটির মাধ্যমে ওষুধ কিনলে তাতে বেশি পয়েন্ট পাওয়া যাবে ।
৫০. আন্তর্জাতিক যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?
(A) জানুয়ারী ১২
(B) অক্টোবর ২
(C) আগস্ট ১২
(D) অগাস্ট ১৫
৫১. ২০১৯ সালের আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day ) -এর থিম কি ছিল ?
(A) Safe Spaces for Youth
(B) Youth Building Peace
(C) Transforming education
(D) Youth and Mental Health
৫২. কোন দেশের ক্রিকেট বোর্ড সম্প্রতি দেশের সর্বস্তরে ট্রান্সজেন্ডারদের ক্রিকেট খেলার বিষয়ে উদ্যোগ নিয়েছে ?
(A) অস্ট্রেলিয়া
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড
৫৩. কোন IIT -এর গবেষকরা ডিমের খোলা দিয়ে হাড়ের বিকল্প তৈরি করেছেন ?
(A) IIT মাদ্রাজ
(B) IIT দিল্লি
(C) IIT বোম্বাই
(D) IIT হায়দ্রাবাদ
৫৪. ভারতের প্রথম শিল্পক্ষেত্রে রোবট “GraspMan” কোন IIT -এর গবেষকরা তৈরী করেছেন ?
(A) IIT মাদ্রাজ
(B) IIT ইন্দোর
(C) IIT হায়দ্রাবাদ
(D) IIT কানপুর
৫৫. ১৮ বছর পরে ভারতের হয়ে ওয়ার্ল্ড জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোন ভারতীয় কুস্তিগীর ?
(A) আকাশ আনটিল
(B) পারভীন মালিক
(C) বিজয় পাটিল
(D) দীপক পুনিয়া
৫৬. ওয়ার্ল্ড এডুকেশন সামিট -২০১৯ এ ভারতের কোন রাজ্য “Best innovation and initiative leadership” পুরষ্কার পেয়েছে ?
(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) কেরল
(D) ওড়িশা
৫৭. কোন প্রাক্তন ভারতীয় অ্যাথলিটকে সম্প্রতি এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন -এর অ্যাথলিটস কমিশনের সদস্য নিযুক্ত করা হয়েছে ?
(A) অঞ্জু ববি জর্জ
(B) রাজ্যবর্ধন সিং রাঠোর
(C) কর্ণম মালেশ্বরী
(D) পি টি উষা
৫৮. ভারতের প্রথম বেসরকারী মহাকাশ বিজ্ঞান যাদুঘর (Private Space Science Museum ) – টি কোন শহরে খোলা হয়েছে ?
(A) হায়দ্রাবাদ
(B) উজ্জয়িনী
(C) দেরাদুন
(D) লক্ষ্নৌ
৫৯. “Kashmir’s Untold Story: Declassified” বইটির রচয়িতা কে ?
(A) পারভেজ শর্মা
(B) ইকবাল চাঁদ মালহোত্রা
(C) জব্বর প্যাটেল
(D) আলেক্সা মুহাম্মদ ফাইজাল
৬০. পালানী মন্দিরের বিখ্যাত ‘পঞ্চমীর্থম’ সম্প্রতি GI ট্যাগ পেয়েছে। এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) কেরল
এই প্রথমবারের জন্য কোন মন্দিরের প্রসাদ GI তকমা পেলো । পঞ্চমীর্থম প্রাসাদটি প্রধানত পাঁচটি উপাদান দিয়ে তৈরী – কলা, মধু, গুড়, ঘি এবং এলাচ ।
To check our latest Posts - Click Here