সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস
২১. জাতীয় স্তরে হাতিদের আদমশুমারি কত বছর অন্তর হয় ?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
২২. কোন ভারতীয় ক্রিকেটারকে জুলাই মাসের PCA খেলোয়াড় নির্বাচিত করা হয়েছেন ?
(A) চেতেশ্বর পূজারা
(B) শিখর ধাওয়ান
(C) অজিঙ্কা রাহানে
(D) রবিকুমার আশ্বিন
২৩. কোন ভারতীয় ক্রিকেটারকে কার্তিক বোস লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কার দেওয়া হয়েছে ?
(A) বিজন সিং বেদী
(B) অরুণ লাল
(C) ফারুক ইঞ্জিনিয়ার
(D) সৈয়দ কিরমানি
২৪. কোন রাজ্য সরকার মিশন “শক্তি” নামক একটি ক্রীড়া উদ্যোগ চালু করেছে ?
(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) মধ্য প্রদেশ
(D) ঝাড়খণ্ড
এটির উদ্বোধন করেছেন – আমির খান ।
২৫. ২০১৯ সালের মহিলাদের পোল্যান্ড ওপেন রেসলিং টুর্নামেন্টের 53 কেজি বিভাগে কোন ভারতীয় কুস্তিগীর সোনা পেয়েছেন ?
(A) সাক্ষী মালিক
(B) ববিতা কুমারী
(C) ভিনেশ ফোগাট
(D) কবিতা দেবী
২৬. ভারতের প্রথম 3-D স্মার্ট ট্র্যাফিক সিগন্যাল ‘Intelights’ কোন শহরে চালু হয়েছে ?
(A) লক্ষ্নৌ
(B) ইন্দোর
(C) জয়পুর
(D) মোহালি
মোহালি, পাঞ্জাব
২৭. সম্প্রতি প্রয়াত জয় ওম প্রকাশ কোন ক্ষেত্রের প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন ?
(A) ফটোগ্রাফি
(B) চলচ্চিত্র
(C) সাংবাদিকতা
(D) ক্রীড়া
জয় ওম প্রকাশ হলেন ঋত্বিক রোশনের দাদু ।
২৮. জাতীয় হ্যান্ডলুম দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?
(A) আগস্ট ৫
(B) আগস্ট ৭
(C) আগস্ট ৬
(D) আগস্ট ৯
ভারতের স্বাধীনতা সংগ্রামে, ১৯০৫ সালের ৭ই আগস্ট শুরু হয়েছিল স্বদেশি আন্দোলন। সেই ঘটনার স্মৃতিতে ভারতে প্রতিবছর ৭ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস পালন করা হয়ে থাকে ।
২০১৯ সালের জাতীয় হ্যান্ডলুম দিবস আয়োজিত হবে ভুবনেশ্বরে ।
২৯. ভারতীয় রেলওয়ের কোন জোনটি অসংরক্ষিত যাত্রীদের জন্য একটি নতুন বায়োমেট্রিক টোকন সিস্টেম চালু করেছে ?
(A) উত্তর পশ্চিম রেলওয়ে
(B) পশ্চিম রেলওয়ে
(C) পূর্ব মধ্য রেলওয়ে
(D) দক্ষিণ পশ্চিম রেলওয়ে
৩০. মণিপুরের গ্রীন অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন ?
(A) ডিঙ্গকো সিং
(B) মীরাবাই চানু
(C) মেরি কম
(D) ভ্যালেন্টিনা এলাংবাম
ভ্যালেন্টিনা এলাংবাম নামক এক ৯ বছরের বালিকাকে মনিপুর সরকার গ্রীন অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে ।
৩১. ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে চলচ্চিত্র-বান্ধব রাজ্য হিসেবে কোন রাজ্যটি মনোনীত হয়েছে ?
(A) কেরালা
(B) উত্তরাখন্ড
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা
৩২. ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে ?
(A) হেল্লারো
(B) আন্ধা ধুন
(C) চুম্বক
(D) প্যাডম্যান
৩৩. কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের পাতলাতম স্বর্ণ তৈরি করেছেন ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ব্রিটেন
(C) ফ্রান্স
(D) জার্মানি
ব্রিটেনের গবেষকরা ০.৪৭ ন্যানোমিটারের পাতলা সোনা তৈরী করেছেন ।
৩৪. ২০১৯ সালের সালের বেল্ট অ্যান্ড রোড চীন হুনান আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টটি কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার জিতেছেন ?
(A) পরীমর্জন নেগি
(B) সূর্য শেখর গাঙ্গুলি
(C) পেন্টালা হরিকৃষ্ণ
(D) কৃষ্ণন শশীকিরণ
৩৫. ভারত সরকার কর্তৃক সম্প্রতি সংবিধানের কোন কোন আর্টিকেল বাতিল করা হয়েছে যেগুলি জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিলো ?
(A) ৩৭০ ও ৩২A
(B) ৩৫৬ ও ৩২A
(C) ৩৭০ ও ৩৫A
(D) ৩৭০ ও ৩২A
৩৬. হিরোশিমা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) আগস্ট ৬
(B) আগস্ট ৯
(C) আগস্ট ৫
(D) আগস্ট ১১
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা শহরে ফেলা হয় বিশ্বের প্রথম পরমাণু বোমা। ১৯৪৫ সালের ৬ আগস্ট । বোমাটির নাম ছিল লিটল বয় । এইদিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ।
৯ই আগস্ট নাগাসাকিতে ফ্যাট ম্যান নামক আরেকটি পরমাণু বোমা ফেলা হয় ।
৩৭. সম্প্রতি প্রয়াত “ক্যাফে কফি ডে ( CCD )” – এর প্রতিষ্ঠাতার নাম কি ?
(A) ভি জি সিদ্ধার্থ হেগড়ে
(B) কোনোয়েল স্যান্ডার্স
(C) সচিন বানসাল
(D) রবীন্দ্রণ
১৯৯৪ সালে বেঙ্গালুরুর অভিজাত ব্রিগেড রোডে ‘এ লট ক্যান হ্যাপেন ওভার এ কাপ অফ কফি’ ট্যাগলাইন নিয়ে আত্মপ্রকাশ করে ‘কাফে কফি ডে’। এখন দেশ-বিদেশে ১৭৫০টি কফি শপ আছে তাদের। ২০১৫ সালে বাজারে শেয়ার ছাড়ে ‘কাফে কফি ডে’। বছর ষাটের সিদ্ধার্থের সংস্থা গোটা দক্ষিণ ভারতে ২০০টি দোকানের মাধ্যমে বিক্রি করে কফি ডে পাউডার। ভারত থেকে গ্রিন কফির সবচেয়ে বড় রফতানিকারকও সিদ্ধার্থের সংস্থা।
৩৮. ভারতীয় উপমহাদেশের কোন মিউজিয়ামটি একদিনে সবথেকে বেশি সংখ্যক দর্শক পেয়ে এশিয়ার বুক অফ রেকর্ডে নাম লেখাতে চলেছে ?
(A) সালার জং মিউজিয়ম
(B) রাজা দিনকার কেলকার মিউজিয়াম
(C) ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরি
(D) ভিরাসাত-ই-খালসা মিউজিয়ম
পাঞ্জাবের ভিরাসাত-ই-খালসা মিউজিয়ামটি একদিনে 20569টি দর্শক পেয়ে এই রেকর্ডটি করেছে ।
৩৯. বিশ্ব জৈব জ্বালানি দিবস (World Biofuel Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) আগস্ট ৭
(B) আগস্ট ৯
(C) আগস্ট ১১
(D) আগস্ট ১০
২০১৯ সালের বিশ্ব জৈব জ্বালানি দিবসের থিম ছিল – Production of Biodiesel from Used Cooking Oil (UCO)
৪০. কোন রাজ্য সরকার সম্প্রতি আদিবাসীদের দ্বারা নেওয়া ঋণ মাফ করার ঘোষণা দিয়েছে ?
(A) রাজস্থান
(B) ছত্তিশগড়
(C) ত্রিপুরা
(D) মধ্য প্রদেশ
To check our latest Posts - Click Here