ইতিহাস MCQ – সেট ৫০ – আধুনিক ভারত
History MCQ – Set 50 – Modern History
২০৫১. পাকিস্তান দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত
(A) পাক কাশ্মীর
(B) আখসাই কাশ্মীর
(C) গুলাব কাশ্মীর
(D) আজাদ কাশ্মীর
২০৫২. দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রী রামালু কোন ভাষার স্বপক্ষে আন্দোলন করেন ?
(A) তামিল
(B) তেলেগু
(C) কানারি
(D) মালায়ালাম
২০৫৩. অসহযোগ আন্দোলনের সময় বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন
(A) অরবিন্দ ঘোষ
(B) চিত্তরঞ্জন দাস
(C) সুভাষ চন্দ্র বসু
(D) যতীন দাস
২০৫৪. “ভয়েস অফ ফ্রীডম” প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলন চলাকালীন ?
(A) বঙ্গভঙ্গ
(B) অসহযোগ
(C) আইন অমান্য
(D) ভারত ছাড়ো
২০৫৫. “কুনবি” কোন রাজ্যের কৃষকদের বলা হয় ?
(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) পাঞ্জাব
(D) বাংলা
২০৫৬. কে ১৮৫৭ সালে ‘নিউয়র্ক ডেইলি ট্রাইবুন’ পত্রিকায় সিপাহী বিদ্রোহ সম্পর্কে লিখেছিলেন – ‘অনেকে যাকে সেনা বিদ্রোহ বলে মনে করছেন, সেটি আসলে জাতীয় বিদ্রোহ’ ?
(A) উইনস্টোন চার্চিল
(B) কার্ল মার্ক্স্
(C) শ্যামজি কৃষ্ণভার্মা
(D) ওপরের কোনোটিই নয়
২০৫৭. দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন
(A) স্যার হুইলার
(B) জেনারেল নীল
(C) স্যার কলিন ক্যাম্পবেল
(D) জন নিকলসন
২০৫৮. ১৮৫৭ সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত
(A) কুনওয়ার সিং
(B) মঙ্গল পান্ডে
(C) ভক্ত খান
(D) নানাসাহেব
২০৫৯. “The Sepoy Mutiny and the revolt of 1857” – বইটির লেখক কে ?
(A) সুরেন্দ্রনাথ সেন
(B) ম্যালেসন
(C) এইচ মিদ
(D) রমেশচন্দ্র মজুমদার
২০৬০. [WBCS Preli 01] ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় এবং আনন্দমোহন বসু যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তার নাম –
(A) নেটিভ এসোসিয়েশন
(B) ইন্ডিয়ান এসোসিয়েশন
(C) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
(D) ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি
To check our latest Posts - Click Here