সাধারণ জ্ঞান MCQ – সেট ৭৫
General Awareness MCQ – Set 75
(A) গাড়ির ব্রেক তৈরী করতে
(B) সিগারেট লাইটারে
(C) স্মোক ডিটেক্টরে
(D) আপদকালীন লাইটে
২০১২. “Green Development” – বইটির লেখক
(A) এম জে ব্রাডসহ
(B) এম নিকোলসন
(C) আর এইচ হোয়াইটকার
(D) ডাবলু এম এডামস
২০১৩. “Jeweler’s Rouge” – আসলে কি ?
(A) ফেরিক অক্সাইড
(B) ফেরাস অক্সাইড
(C) ফেরাস কার্বোনেট
(D) ফেরিক কার্বোনেট
২০১৪. নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি হাইড্রোজেনের থেকে কম সক্রিয় ( Reactive ) ?
(A) বেরিয়াম
(B) কপার
(C) লেড
(D) ম্যাগনেসিয়াম
২০১৫. নিম্নের কোনটি প্রাকৃতিক দ্রব্য দ্বারা গঠিত ?
(A) রেয়ন
(B) নাইলন
(C) পলিস্টার
(D) পলিস্টাইরেন
২০১৬. একটি α ( আলফা ) কণাই থাকে
(A) ২ টি প্রোটন ও ২ টি নিউট্রন
(B) ১ টি প্রোটন ও একটি ইলেক্ট্রন
(C) ২ টি প্রোটন ও ৪ টি নিউট্রন
(D) ১ টি প্রোটন ও ১ টি নিউট্রন
২০১৭. ভারতীয় রুপি (₹) প্রতীকটি কে ডিজাইন করেছিলেন ?
(A) পিঙ্গালি ভেঙ্কাইয়া
(B) স্যার এডউইন লুটিয়েনস
(C) উদয় কুমার ধর্মলিঙ্গম
(D) ভি. সুনিল
২০১৮. ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
(A) দেরাদুন
(B) হায়দ্রাবাদ
(C) দিল্লি
(D) লক্ষ্ণৌ
২০১৯. ১৯৩১ সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্রটি হলো
(A) রাজা হরিশ্চন্দ্র
(B) ইন্দ্র সভা
(C) শকুন্তলা
(D) আলম আরা
২০২০. পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে ?
(A) ভারত
(B) কম্বোডিয়া
(C) নেপাল
(D) মায়ানমার
To check our latest Posts - Click Here