সাধারণ জ্ঞান MCQ – সেট ৭৪
General Awareness MCQ – Set 74
২০০১. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে ?
(A) ৪৭
(B) ৫২
(C) ৬৬
(D) ৯৭
রাজ্য তালিকা – ৬১
কেন্দ্র তালিকা – ১০০
যুগ্ম তালিকা – ৫২
২০০২. নিচের কোন হ্রদটি সুপেয় জলের ?
(A) ক্যাস্পিয়ান সাগর
(B) বৈকাল
(C) গ্রেট সল্ট লেক
(D) লেক ভ্যান
২০০৩. “Cyclical Unemployment” – বলতে কোন কি বোঝায় ?
(A) মন্দার জন্য যে বেকারত্ব
(B) স্বেচ্ছাকৃত ভাবে যে বেকারত্ব
(C) ছদ্ম বেকারত্ব
(D) আবহাওয়ার পরিবর্তনের জন্য যে বেকারত্ব
২০০৪. ভারতে মুদ্রা প্রথায় ( Coinage System ) দশমিক প্রথার ব্যবহার কবে থেকে প্রচলন হয় ?
(A) এপ্রিল ১৯৫৮
(B) এপ্রিল ১৯৫৭
(C) এপ্রিল ১৯৫৯
(D) এপ্রিল ১৯৯৫
২০০৫. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অফিসিয়াল ইতিহাস কে লিখেছিলেন ?
(A) পট্টভি সিতারামাইয়া
(B) বি এন পান্ডে
(C) আর সি মজুমদার
(D) ডক্টর তারাচাঁদ
২০০৬. ১৮৯৫ ও ১৯০২ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
(A) হিউম
(B) বাল গঙ্গাধর তিলক
(C) দাদাভাই নৌরজি
(D) এস এন ব্যানার্জী
২০০৭. ১৯০৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন
(A) বাল গঙ্গাধর তিলক
(B) গোপাল কৃষ্ণ গোখলে
(C) অরবিন্দ ঘোষ
(D) দাদাভাই নৌরজি
২০০৮. ১৯৪৮ সালের ফ্যাক্টরি এক্ট অনুযায়ী সাইলেন্ট জোনে অনুমোদিত শব্দ্যের প্রাবল্যের সর্বোচ্চ মাত্রা কত ?
(A) ৫০ ডেসিবেল
(B) ৬০ ডেসিবেল
(C) ৬৫ ডেসিবেল
(D) ৭৫ ডেসিবেল
২০০৯. লেজার উৎপন্ন করে
(A) White Ray
(B) Coherent Light
(C) Microwaves
(D) X-rays
২০১০. নিম্নের কোনটিতে সৌর বিকিরণ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ?
(A) কার্বন চক্র
(B) অক্সিজেন চক্র
(C) জল চক্র
(D) নাইট্রোজেন চক্র
To check our latest Posts - Click Here