ভূগোল MCQ – সেট ৩৬
Geography MCQ – Set 36
১৯৯১. [PSC Misc Preli 03] নিচের কোনটি ভারতের প্রধান তিনটি নদীর উৎসস্থল ?
(A) অমরকণ্টক
(B) রাজরাপ্পা
(C) দোদাবেতা
(D) গুরুশিখর
১৯৯২. [PSC Misc Preli 01] Sutlej নদীর বাংলা নাম কি ?
(A) বিপাশা
(B) বিতস্তা
(C) শতদ্রু
(D) ইরাবতী
১৯৯৩. [WBCS Preli 05] চিরাকুট, চাচাই ও কেন্টন জলপ্রপাতগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্যপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
১৯৯৪. [WBCS Preli 11] নর্মদা নদী নিম্নলিখিত কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
(A) চ্যুতি
(B) লেগুন
(C) বদ্বীপ
(D) ভঙ্গিল পর্বত
১৯৯৫. অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
(A) যমুনা
(B) সরযূ
(C) চম্বল
(D) মাতলা
১৯৯৬. লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত ?
(A) গোমতী
(B) শতদ্রু
(C) লুনি
(D) কৃষ্ণা
১৯৯৭. লুনি নদীর উৎপত্তিস্থল হলো
(A) অনাসাগর
(B) মহাকাল
(C) আরাবল্লী
(D) অমরকণ্টক
১৯৯৮. নর্মদা কোন রাজ্যের প্রধান নদী ?
(A) ঝাড়খন্ড
(B) ওড়িশা
(C) মহারাষ্ট্র
(D) মধ্য প্রদেশ
১৯৯৯. কুমায়ুন অঞ্চলে মিষ্টি জলের বড়ো বড়ো হ্রদগুলিকে বলা হয়
(A) দিয়ারা
(B) তাল
(C) বাগাড়
(D) প্লায়া
২০০০. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো
(A) আরাবল্লী
(B) নীলগিরি
(C) বিন্ধ্য পর্বত
(D) রাজমহল
To check our latest Posts - Click Here
Geography question answer gulo PROSNO UTTOR A ITIHASER mato upload korun.
darun set gulo Sir
🙂