রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২০
Indian polity MCQ – Set 20
১৯৮১. [WBCS Preli 10] নীচে দেওয়া বিবৃতিগুলি বিচার করুন
- রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান
- রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ পাঁচ বছর পদে আসীন থাকতে পারেন
- লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে
ওপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি/কোনগুলি সঠিক ?
(A) 2 এবং 3
(B) 1 এবং 3
(C) শুধুমাত্র 2
(D) কোনোটিই নয়
১৯৮২. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
(A) ৫৬ তম
(B) ৭৩ তম
(C) ৭৪ তম
(D) ৭৬ তম
১৯৮৩. [WBCS Preli 02] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে “মৌলিক দায়িত্ব”-র ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে ?
(A) ৪০
(B) ৪১
(C) ৪২
(D) ৪৪
১৯৮৪. [WBCS Preli 01] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে ?
(A) ৪৮
(B) ৫৭
(C) ৬১
(D) ৬৩
১৯৮৫. গ্রামসভা গঠন আবশ্যিক করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
(A) ৭১
(B) ৭২
(C) ৭৩
(D) ৭৪
১৯৮৬. [PSC Misc 07] ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার অনুমতি দেয় ?
(A) ৩৬০ তম
(B) ৩৬৮ তম
(C) ৩৯০ তম
(D) ২৪৮ তম
১৯৮৭. [WBCS Preli 01] ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা আছে ?
(A) ৫১ তম
(B) ৫২ তম
(C) ৫৩ তম
(D) ৫৪ তম
১৯৮৮. [WBCS Preli 99] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় ?
(A) ৩৫ তম
(B) ৩৬ তম
(C) ২৩ তম
(D) ৩৯ তম
১৯৮৯. [PSC Misc Preli 97] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল সংবিধানের প্রস্তাবনা ?
(A) ২৪ তম
(B) ৪৪ তম
(C) ৪২ তম
(D) ৬১ তম
১৯৯০. [PSC Misc Preli 04] কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দেন করে যে ‘ভারতীয় সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন করা যাবে না’ ?
(A) গোলকচাঁদ মামলা
(B) কেশবানন্দ ভারতী মামলা
(C) এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা
(D) মিনার্ভা অয়েল মিল মামলা
To check our latest Posts - Click Here