সাধারণ জ্ঞান MCQ – সেট ৭৩
General Awareness MCQ – Set 73
১৯৭১. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?
(A) কুলু
(B) ধর্মশালা
(C) মান্ডি
(D) মানালি
১৯৭২. স্পাইরোগাইরা জনন করে _____ এর মাধ্যমে ।
(A) কোরাকোদগম
(B) বিভাজন
(C) খণ্ডীভবন
(D) বহু বিভাজন
১৯৭৩. যদি বেগ তিনগুন করা হয়, তাহলে
(A) ভরবেগ ৩ গুন বেড়ে যাবে এবং গতিশক্তি ৯ গুন্ বেড়ে যাবে
(B) ভরবেগ ৩ গুন বেড়ে যাবে এবং গতিশক্তি ৬ গুন্ বেড়ে যাবে
(C) ভরবেগ ৪ গুন বেড়ে যাবে এবং গতিশক্তি ২ গুন্ বেড়ে যাবে
(D) ভরবেগ ৯ গুন বেড়ে যাবে এবং গতিশক্তি ৩ গুন্ বেড়ে যাবে
১৯৭৪. একটি চকের টুকরো দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোন বল দ্বারা কার্য সম্পন্ন হয় ?
(A) স্পর্শ বল
(B) ঘর্ষণ বল
(C) পেশী বল
(D) ক্ষেত্র বল
১৯৭৫. ১ থেকে ১৭ তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে _____ বলা হয় ।
(A) অভ্যন্তরীণ সন্ধিগত মৌল
(B) সন্ধিগত মৌল
(C) স্বাভাবিক মৌল
(D) নোবেল গ্যাস
১৯৭৬. দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রুন কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস হলো
(A) ৩+৩+২
(B) ২+৪+২
(C) ৩+২+৩
(D) ২+৩+৩
১৯৭৭. একটি ____ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে ।
(A) সমান্তরাল
(B) কন্ডাক্টর
(C) শ্রেণী
(D) সম্পূর্ণ
১৯৭৮. অ্যালুমিনিয়াম অক্সাইড -এর আণবিক সূত্র হলো
(A) AlO
(B) AlO3
(C) Al3O2
(D) Al2O3
১৯৭৯. মানবদেহে খাদ্য কে _____ পদার্থে পরিবর্তিত করা হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার ওপর কাজ করতে পারে ।
(A) ক্ষারীয়
(B) অম্লিক
(C) প্রশমিত
(D) কোনোটিই নয়
১৯৮০. দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সৈকত কোনটি ?
(A) ক্যান্ডোলিম
(B) বাগা
(C) মর্জিম
(D) কোলভা
To check our latest Posts - Click Here