সাধারণ জ্ঞান MCQ – সেট ৭২
General Awareness MCQ – Set 72
১৯৬১. প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর অপরাধী সনাক্ত করতে অপরাধীর পায়ের ঘামের সাথে নির্গত কোন রাসায়নিকের সাহায্যে অপরাধীকে ধরে ফেলে ?
(A) লবন
(B) ইউরিক অ্যাসিড
(C) সুগার
(D) কার্বক্সিলিক অ্যাসিড
১৯৬২. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত ?
(A) বিহার
(B) রাজস্থান
(C) আসাম
(D) ঝাড়খন্ড
১৯৬৩. বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর কতগুলি অবস্থার কথা মানেন ?
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৭
কঠিন, তরল, গ্যাস, প্লাজমা ও বোস-আইনস্টাইন কন্ডেনসেটস
১৯৬৪. একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে
(A) XY ক্রোমোজোম
(B) একটি Y ক্রোমোজোম
(C) XX ক্রোমোজোম
(D) একটি X ক্রোমোজোম
১৯৬৫. যদি মৌল X একটি অক্সাইড গঠন করে X2O3 তাহলে মৌল X সম্ভবত পর্যায় সারণিতে ____ এর সাথে একই শ্রেণীতে থাকবে ।
(A) অ্যালুমিনিয়াম
(B) সোডিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) সিলিকন
১৯৬৬. আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হলো ৮০° । তাহলে আপতন কোণের ম্যান হলো
(A) ১০°
(B) ৪০°
(C) ৮০°
(D) ৯০°
১৯৬৭. _____ হলো আসকারিসের সাধারণ নাম ।
(A) পিন ওয়ার্ম
(B) গোলকৃমি
(C) কেঁচো
(D) ফিতাকৃমি
১৯৬৮. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?
(A) আসাম
(B) উত্তরপ্রদেশ
(C) উত্তরাখন্ড
(D) হিমাচলপ্রদেশ
১৯৬৯. নিবেশিত মোরস্টিম পাওয়া যায়
(A) পাতার অগ্রভাগে
(B) ক্রমবর্ধমান শিকড়ের অগ্রমুলে
(C) পাতার নিচে
(D) ক্রমবর্ধমান কাণ্ডের অগ্রভাগে
১৯৭০. কে দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক ?
(A) মোসলে
(B) নিউল্যান্ড
(C) মেন্ডেলিভ
(D) দোবেরেইনার
To check our latest Posts - Click Here
Nice
ধন্যবাদ