Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুলাই মাস

৮১. সম্প্রতি প্রয়াত বেজি সেইড ইসেবসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ?

(A) কঙ্গো
(B) টিউনিসিয়া
(C) দক্ষিন আফ্রিকা
(D) নাইজিরিয়া

উত্তর :
(B) টিউনিসিয়া 

৮২. প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) বাস্তবায়নে কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে ?

(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) পাঞ্জাব
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(D) উত্তর প্রদেশ

৮৩. “Chandra Shekhar – The Last Icon of Ideological Politics” – বইটির লেখক কে ?

(A) রমা দেবী
(B) হরিবংশ
(C) ভূপেশ বাঘেল
(D) স্নেহলতা শ্রীবাস্তব

উত্তর :
(B) হরিবংশ

৮৪. ছাদের ওপরে সৌর প্যানেল লাগানোই সেরা রাজ্য কোনটি ?

(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) রাজস্থান
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) গুজরাট

৮৫. প্রথম কোন আরব দেশ জলের নিচে মিউজিয়াম শুরু করেছে ?

(A) কুয়েত
(B) সৌদি আরব
(C) জর্ডন
(D) ওমান

উত্তর :
(C) জর্ডন

৮৬. বৈদ্যুতিক যানবাহনের ওপর GST কমিয়ে ১২% থেকে কত করা হলো ?

(A) ১০%
(B) ৫%
(C) ৮%
(D) ৬%

উত্তর :
(B) ৫% 

৮৭. বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ২৫
(B) জুলাই ২৮
(C) জুলাই ২২
(D) জুলাই ২৬

উত্তর :
(B) জুলাই ২৮

৮৮. ২০১৯ সালের বিশ্ব হেপাটাইটিস দিবস – এর আয়োজক দেশটি কোনটি ?

(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) ভারত
(D) পাকিস্তান

উত্তর :
(D) পাকিস্তান

৮৯. কোন ভারতীয় বালি শিল্পী মার্কিন যুক্তরাষ্ট্রে পিপল চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ?

(A) সুবোধ গুপ্ত
(B) বিভান সুন্দরম
(C) আকবর পদমসি
(D) সুদর্শন পট্টনায়েক

উত্তর :
(D) সুদর্শন পট্টনায়েক

৯০. ২৩তম প্রেসিডেন্ট কাপে কোন ভারতীয় কুস্তিগীর ৫১ কেজির বিভাগে সোনা জিতলো ? 

(A) সরিতা দেবী
(B) সিমরানজিত কৌড়
(C) মেরি কম
(D) আঙ্কুশিতা বোরো

উত্তর :
(C) মেরি কম 

৯১. ৫ম আন্তর্জাতিক ধর্ম-ধম্ম (Dharma-Dhamma) সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হলো ?

(A) ধর্মশালা
(B) পাটনা
(C) রাজগীর
(D) শিমলা

উত্তর :
(C) রাজগীর 

৯২. ফর্মুলা ওয়ান জার্মান গ্র্যান্ড প্রিক্স ২০১৯ কে জিতলেন ?

(A) ড্যানিল কাব্যয়াত
(B) ল্যান্স ট্রল
(C) সেবাস্তিয়ান ভেটেল
(D) ম্যাক্স ভেরস্তাপেন

উত্তর :
(D) ম্যাক্স ভেরস্তাপেন 

৯৩. ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary ) হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) নীরজ কুমার গুপ্ত
(B) গিরিশ চন্দ্র মুর্মু
(C) অতনু চক্রবর্তী
(D) রাজীব কুমার

উত্তর :
(D) রাজীব কুমার

৯৪. শাওলা তেজা সিং মন্দির কোন দেশে অবস্থিত ?

(A) মালয়েশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) পাকিস্তান
(D) কাম্বোজ

উত্তর :
(C) পাকিস্তান

সম্প্রতি পাকিস্তানে ১০০০ বছরের পুরোনো শাওলা তেজা সিং মন্দিরটি হিন্দু দর্শনকারীদের জন্য খুলে দেওয়া হলো ।


৯৫. ২০১৮ সালের বাঘের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, কোন রাজ্যে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি ?

(A) মধ্য প্রদেশ
(B) উত্তরাখন্ড
(C) কর্ণাটক
(D) ছত্তিশগড়

উত্তর :
(A) মধ্য প্রদেশ

মধ্যপ্রদেশ – ৫২৬, কর্ণাটক – ৫২৪, উত্তরাখন্ড – ৪৪২


৯৬. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর কোন পাইলট “Wingsuit skydive jump” সম্পন্ন করলেন ?

(A) মৃদুলা গর্গ
(B) তরুন চৌধুরী
(C) রমেশ চন্দ্র তোমার
(D) জয়েন্দ্র কুমার

উত্তর :
(B) তরুন চৌধুরী

৯৭. পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন ?

(A) মীনাক্ষী লেখি
(B) গিরিশ বালচন্দ্র বাপত
(C) অধীর রঞ্জন চৌধুরী
(D) কিরীট প্রেমজিভাই সোলঙ্কি

উত্তর :
(C) অধীর রঞ্জন চৌধুরী

৯৮. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF ) নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) পদে কে নিযুক্ত হয়েছে ?

(A) রাজেশ চন্দ্র
(B) ভি কে জোহরী
(C) এস এস দেশওয়াল
(D) রাজীব রায় ভাটনগর

উত্তর :
(B) ভি কে জোহরী

৯৯. ২০১৯ এর গীতা জয়ন্তী মহোৎসবে ভারতের পার্টনার দেশ হিসাবে কোন দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে ?

(A) শ্রীলংকা
(B) নেপাল
(C) ইন্দোনেশিয়া
(D) থাইল্যান্ড

উত্তর :
(B) নেপাল

১০০. কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ভারত গৌরব পুরষ্কারে সম্প্রতি ভূষিত হয়েছেন ?

(A) সুনীল গাভাস্কার
(B) কপিল দেব
(C) অনিল কুম্বলে
(D) অজিত ওয়াদেকার

উত্তর :
(B) কপিল দেব

এই নোটটি PDF ফরম্যাটে পেতে নিচের download -এ ক্লিক করুন

Download

এই নোটটির এক লাইনের সংক্ষিপ্ত নোট পেতে নিচের download -এ ক্লিক করুন
Download

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5
Telegram

Related Articles

6 Comments

Back to top button