সাধারণ জ্ঞান MCQ – সেট ৬৭
General Awareness MCQ – Set 67
১৯০১. রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ
(A) ৩ বৎসর
(B) ৪ বৎসর
(C) ৫ বৎসর
(D) ৬ বৎসর
১৯০২. M.L.A. এর পুরো অর্থ হলো
(A) Member of Local Area
(B) Member of Leadership Area
(C) Member of Legal Assembly
(D) Member of Legislative Assembly
১৯০৩. ট্যাকটিক্যাল বল কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
(A) ক্রিকেট
(B) ভলিবল
(C) দাবা
(D) বেসবল
১৯০৪. নখে যে প্রোটিন থাকে সেটি হল
(A) কেরাটিন
(B) অ্যাকটিন
(C) মায়োসিন
(D) গোবিউলিন
১৯০৫. কেঁচোর গমন অঙ্গ হল
(A) ক্ষনপদ
(B) ফ্লাজেলা
(C) সিটা
(D) কর্ষিকা
১৯০৬. পাউরুটি কে ফুলতে কে সাহায্য করে
(A) ইস্ট
(B) এরিথ্রোমাইসিন
(C) কার্বন ডাই অক্সাইড
(D) লাকটোব্যাসিলাস
পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হলেই পাউরুটি ফুলে কার্বন ডাই অক্সাইড -এর জন্য
১৯০৭. ভারতের সংবিধানের কত নং ধারায় রাজ্যপাল নিযুক্তির কথা বলা হয়েছে ?
(A) ১৬৩
(B) ১৫৫
(C) ১৫০
(D) ১৫৩
১৯০৮. কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে “ভারতের নেপোলিয়ন” আখ্যা দিয়েছেন ?
(A) রমেশ চন্দ্র মজুমদার
(B) ভিনসেন্ট এ. স্মিথ
(C) ডি. আর. ভাণ্ডারকর
(D) অশ্বিনীকুমার দত্ত
১৯০৯. রাত্রি বেলায় গাছের নীচে থাকা বিপদজনক কারণ তখন গাছ
(A) অতিরিক্ত অক্সিজেন ত্যাগ করে
(B) অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করে
(C) অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে
(D) অতিরিক্ত কার্বন মনো অক্সাইড ত্যাগ করে
১৯১০. ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম ?
(A) পাঞ্জাব
(B) বিহার
(C) গুজরাট
(D) মধ্য প্রদেশ
To check our latest Posts - Click Here
nice
ধন্যবাদ