অর্থনীতি MCQ – সেট ৯
Economics MCQ – Set 9
১৮৯১. [WBCS Preli 12] ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত ?
(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) জীবন বীমা নিগম
(D) ভারতের শিল্পোন্নোয়ন ব্যাঙ্ক
১৮৯২. [WBCS Preli 10] সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র-ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি ?
(A) আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক
(B) গ্রামীণ ব্যাঙ্ক
(C) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
(D) কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাঙ্ক
১৮৯৩. [WBCS Preli 10] ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে
(A) ইঞ্জিনিয়ারিং দ্রব্য থেকে
(B) সফটওয়্যার পরিষেবা থেকে
(C) রত্ন ও অলংকারাদি থেকে
(D) তৈয়ারি বস্তুসামগ্রী থেকে
১৮৯৪. [WBCS Preli 09] ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না ?
(A) CRR
(B) SLR
(C) Repo Rate
(D) Prime Lending Rate
১৮৯৫. [WBCS Preli 08] ব্যাঙ্ক রেট বলতে সেই সুদের হারকে বোঝায়
(A) যে হরে ব্যাংকগুলি আমানতকারীদের টাকা ধার দেয়
(B) যে হরে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাংকগুলিকে টাকা ধার দেয়
(C) যে হরে বাণিজ্যিক ব্যাংকগুলি শিল্প ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলিকে টাকা ধার দেয়
(D) কোনোটিই নয়
১৮৯৬. [WBCS Preli 08] আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে ?
(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) অর্থ মন্ত্রক, ভারত সরকার
(D) এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
১৮৯৭. “Prudential Norm” – কথাটি নিচের কোনটির সাথে জড়িত ?
(A) বাণিজ্যনীতি
(B) ব্যাঙ্ক সংস্কার
(C) শিল্পনীতি
(D) কৃষিনীতি
১৮৯৮. নরসিংহম কমিটি SLR কমিয়ে কত করার সিদ্ধান্ত নিয়েছিল ?
(A) ১০%
(B) ১১%
(C) ২০%
(D) ২৫%
১৮৯৯. ভারতের শিল্পের ক্ষেত্রে বিনিয়োগকারী সর্বোচ্চ প্রতিস্থ্যানটি হলো
(A) IDBI
(B) RBI
(C) ICICI
(D) IFCI
১৯০০. ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জটি হলো
(A) NSE
(B) BSE
(C) DOLEX
(D) CSE
To check our latest Posts - Click Here