Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় সংবিধানের রিট বা লেখ – Writ – PDF

Types of Writs in Indian Constitution

ভারতীয় সংবিধানের রিট বা লেখ – Writ

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের সংবিধানে উল্লিখিত বিভিন্ন রিট বা লেখ সম্পর্কে । ভারতীয় সংবিধানের রিট বা লেখ -এর গুরুত্ব অপরিসীম। ভারতীয়দের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট এই রিটগুলি জারি করে থাকে। 5 Writs of Indian Constitution in Bengali

দেখে নাও : ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেল – PDF

  • সুপ্রিম কোর্ট আর্টিকেল ৩২নম্বর অনুসারে রিট জারি করতে পারে।
  • হাইকোর্ট আর্টিকেল ২২৬নম্বর অনুসারে রিট জারি করতে পারে।

ভারতীয় সংবিধানে ৫ ধরণের রিট বা লেখ -এর উল্লেখ রয়েছে । এগুলি হল –

১. বন্দি প্রত্যক্ষীকরণ ( Habeas Corpus )

  • হ্যাবিয়াস করপাস একটি ‘ল্যাটিন’ শব্দ যার অর্থ হলো ‘সশরীরে হাজির করা’।
  • এই  রিটের মাধ্যমে আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আটক ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে । আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দেয়  ।

দেখে নাও : ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি – PDF

২. পরমাদেশ ( Mandamus )

  • ম্যানডামাস – এর অর্থ হলো ‘We Order’ ।
  • আদালত এই রিটের মাধ্যমে সরকার, সরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার আইনানুগ কর্তব্য পালনের নির্দেশ দেয় ।

দেখে নাও : ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download

৩. প্রতিষেধ ( Prohibition )

  • এর অর্থ হলো নিষেধ করা
  • এই রিটের মাধ্যমে উর্দ্ধতন আদালত নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয় । অর্থাৎ নিম্নতম আদালতকে নিজের সীমা লঙ্ঘন করতে নিষেধ করে ।

দেখে নাও : ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী তালিকা – PDF

৪. অধিকার পৃচ্ছা ( Quo-Warranto)

  • এর অর্থ হলো ‘কোন অধিকারে’ ।
  • আইনসঙ্গত ভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও কোনো ব্যক্তি সেই পদ দাবি করলে তার দাবির বৈধতা বিচারের জন্য এই রিট জারি করা হয় । দাবি আইনসঙ্গত না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদচ্যুত করা হয় ।

৫. উৎপ্রেষণ ( Certioari )

  • সার্টিওয়ারি কথাটির অর্থ হলো ‘বিশেষ ভাবে জ্ঞাত হওয়া ।
  • নিম্নতম আদালত বা বিচারকার্যের ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এক্তিয়ারের বাইরে গেলে এই রিটের সাহায্যে মামলাকে উর্দ্ধতন আদালতে স্থানান্তরিত করা যায় এবং এক্তিয়ায় বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা হয় ।

এই নোটটির PDF ফাইল পেতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন –

Download Section

  • File Name : 5_Writs_banglaquiz-in-443979.hostingersite.com
  • File Size : 153 KB
  • No. of Pages : 01
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button