সাধারণ জ্ঞান MCQ – সেট ৬৬
General Awareness MCQ – Set 66
১৮৮১. মেরুপ্রভা (Aurora Australis ) কোন অঞ্চলে দেখা যায় ?
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) সুমেরু অঞ্চলে
(C) কুমেরু অঞ্চলে
(D) ক্রান্তীয় অঞ্চলে
১৮৮২. কোন মৌলের অভাবে পেশী দুর্বলতা ও হাড়ে ব্যথা দেখা দেয় ?
(A) ফসফরাস
(B) পটাশিয়াম
(C) সোডিয়াম
(D) আয়রন
১৮৮৩. অ্যানি বেসান্ত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন ?
(A) সুইজারল্যান্ড
(B) ইংল্যান্ড
(C) পোল্যান্ড
(D) আয়ারল্যান্ড
১৮৮৪. “সেই সময়” উপন্যাসটি কার লেখা ?
(A) সুনীল গঙ্গোপাধ্যায়
(B) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(C) অতীন বন্দ্যোপাধ্যায়
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮৮৫. কোন গ্রহের ১৪ টি উপগ্রহ আছে ?
(A) বৃহস্পতি
(B) নেপচুন
(C) ইউরেনাস
(D) শনি
১৮৮৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন
(A) লর্ড ক্যানিং
(B) আশুতোষ মুখোপাধ্যায়
(C) ডেভিড হেয়ার
(D) জেমস উইলিয়াম কোলভিল
১৮৮৭. ‘ডান্ডিয়া’ কোন রাজ্যের লোকনৃত্য ?
(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) রাজস্থান
(D) গুজরাট
১৮৮৮. সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে ?
(A) হিলিয়াম
(B) হাইড্রোজেন
(C) লোহা
(D) সিলিকন
১৮৮৯. “The Insider” – বইটির লেখক হলেন
(A) পি ভি নরসিমা রাও
(B) রাস্কিন বন্ড
(C) ভেঙ্কাইয়া নাইডু
(D) আর কে নারায়ণ
১৮৯০. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে নিম্নের কোন পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না
(A) HNO3
(B) HCl
(C) HF
(D) HBr
To check our latest Posts - Click Here